শিরোনাম

Sponsor



Slider

  1. 1
  2. 2
  3. 3
  4. 4

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » (১৮৬৯ –১৯৪৩)মেহেরপুর শহরে সেকালে দুই ঘর বড় জমীদার ছিলেন । এক ঘর ব্রাহ্মণ, তাঁহারা“মুখোয্যেবাবু” নামে পরিচিত ; আর এক ঘর-__মল্লিকবাবুরা বৈদ্য ( ছাপ্পান্নো পর্ব)




(১৮৬৯ –১৯৪৩)মেহেরপুর শহরে সেকালে দুই ঘর বড় জমীদার ছিলেন । এক ঘর ব্রাহ্মণ, তাঁহারা“মুখোয্যেবাবু” নামে পরিচিত ; আর এক ঘর-__মল্লিকবাবুরা বৈদ্য ( ছাপ্পান্নো পর্ব) (আটারো শত উনসত্তর থেকে উনিশ শত তেতাল্লিশ সাল)মেহেরপুর শহরে সেকালে দুই ঘর বড় জমীদার ছিলেন । এক ঘর ব্রাহ্মণ, তাঁহারা“মুখোয্যেবাবু” নামে পরিচিত ; আর এক ঘর-__মল্লিকবাবুরা বৈদ্য ( ছাপ্পান্নো পর্ব) ৷ এখনও এই দুই ঘর বর্তমান ; কিন্তু বঙ্গের অধিকাংশ প্রাচীন জমীদার-বংশের যে অবস্থা, এখন তাঁহাদেরও সেই অবস্থা । বহু শরিকে বিভক্ত হওয়ায় উভয় বংশই দুর্ব্বল ও হৃত গৌরব । তাঁহাদের পূর্ব্ব প্রতিষ্ঠাও ম্লান হইয়াছে। আমাদের বাল্যকালে এই মুখোপাধ্যায়-বংশের সর্বশ্রেষ্ঠ পুরুষ স্বর্গীয় দীননাথ মুখোপাধ্যায় মহাশয়ের প্রভাব-প্রতিপত্তির কথা সর্বদাই শুনিতে পাইতাম | তিনি সরল প্রকৃতি সদাশয় ব্যক্তি ছিলেন । তাঁহার দোতলা বৈঠকখানার দক্ষিণ পারে একটি অপ্রশস্ত ভূমিখণ্ডে প্রায় দেড় বিঘা জমীর উপর আমাদের বসত বাড়ী ছিল । সেই বাড়ীতেই ছাব্বিশে আগস্ট আঠারো শত উনসত্তর সালে আমি জন্মগ্রহণ করিয়াছিলাম । বাড়ীতে মৃৎপ্রাচীর বিশিষ্ট চারিখানি ঘর ছিল ; চাল ছিল উলু-খড়ের | প্রতি বৎসর বধরি পূর্বে আমার পিতামহ উলুখড় কিনিয়া ঘরের চালগুলি নৃতন করিয়া ছাইয়া লইতেন । পিতৃদেব কৃষ্ণনগরে জমীদারী সেরেস্তার চাকরী করিতেন ; আমার দুই কাকা তাঁহার নিকট থাকিয়া কৃষ্ণনগর কলেজে লেখা পড়া করিতেন; ছোটকাকা হুগলীর নর্ম্মাল স্কুলে ত্রৈবার্ষিক পড়িতেন । আমার পিতামহ বাড়ীতেই থাকিতেন এবং সংসারের কর্তৃত্ব করিতেন। বাল্যকালে মুখোয্যে জমীদারবাবুর দোতলার বৈঠকখানায় গীতবাদ্য ধ্বনি শুনিতে পাইতাম | জমীদারবাবু পারিষদ্বর্গে পরিবৃত হইয়া সঙ্গীতালোচনা করিতেন ।বৃটিশ আমলের খ্যাতনামা লেখক, দীনেন্দ্রকুমার রায়: গ্রন্থনা:অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
(১৮৬৯ –১৯৪৩)মেহেরপুর শহরে দুই জমীদার ছিলেন সোনার গড়গড়ায় একতলায় রাখিয়া, তাহার সুদীর্ঘ নলের সাহায্যে দোতলায় বসিয়া ধূমপান করিতেন ( সাতান্ন পর্ব)
»
Previous
১৮৬৯ -১৯৪৩ সালে পলাশীতে মিরজাফরের বিশ্বাসঘাতকতায় নবাব সিরাজের শোচনীয় পরাজয়ের বার্তা বিঘোধিত করিতেছে আমাদের মেহেরপুর মহকুমার পশ্চিম প্রান্তে অবস্থিত ( পঞ্চান্ন পর্ব)
Pages 22123456 »

No comments:

Leave a Reply