এগিয়ে যাক মেহেরপুর প্রতিদিন মেহেরপুর তথা বৃহত্তর কুষ্টিয়া ও ঝিনাইদহ অঞ্চলের জনপ্রিয় সংবাদপত্র দৈনিক মেহেরপুর প্রতিদিন গত ২৬ মার্চ-২২ ৫ম বছরে পদার্পণ করেছে। এই শুভ মুহূর্তে আমি পত্রিকার প্রকাশক এম.এ.এস ইমন,সম্পাদক ইয়াদুল মোমিন, ব্যবস্থাপনা সম্পাদক মাহবুব চান্দুসহ কর্মরত সকল সাংবাদিক -কর্মকর্তাবৃন্দ,পাঠক, শুভানুধ্যায়ী,বিজ্ঞাপনদাতা ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। মেহেরপুরের মতো একটি অবহেলিত অঞ্চল থেকে একটি চমৎকার দৈনিক পত্রিকা নিয়মিত করার জন্য তারা আবশ্যই প্রশংসার দাবিদার। মেহেরপুরবাসীর মুখপত্র হিসেবে প্রকাশিত হলেও পত্রিকাটি ইতিমধ্যেই দেশের পশ্চিমাঞ্চলের মানুষের প্রাণের পত্রিকা হয়ে উঠেছে। আমি এই পত্রিকার সফলতা কামনা করি। আশা করি পত্রিকাটি নিয়মিত বের হবে এবং দীর্ঘকাল বেঁচে থাকবে। মেহেরপুরে অনেক নেতা ও শিল্পপতি রয়েছেন, কিন্তু সাহস করে একটি দৈনিক পত্রিকা প্রকাশের কেউ উদ্যোগ গ্রহণ করেন নি। কিন্তু ছোট ভাই এম.এ.এস ইমন সেই সাহস দেখিয়েছেন এবং নিয়মিতভাবে পত্রিকা প্রকাশ করে আসছেন। এজন্য তাকে বিশেষভাবে ধন্যবাদ। পত্রিকাটির নিউজ,মেকাপ ও ফিচারগুলো সুন্দর। পত্রিকাটিতে আমি নিয়মিত লেখার চেষ্টা করি। তারাও আমার লেখাগুলো চমৎকার ভাবে উপস্থাপন করে। মাহাবুবুল হক পোলেন পত্রিকাটির প্রথম সম্পাদক ছিলো। পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মাহবুব চান্দু উপস্থাপিত মক্তকথা অনুষ্ঠানটি সাম্প্রতিককালে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আমি নিজেও একাধিকবার এই অনুষ্ঠানে যোগ দিয়েছি। মেহেরপুরে গেলে সম্পাদক ইয়াদুল মোমিন ও ব্যবস্থাপনা সম্পাদক মাহবুব চান্দুর সাথে দেখা করার চেষ্টা করি। অনলাইনে আমি নিয়মিত এই পত্রিকাটি পড়ি। বেশ ভালো লাগে। প্রকৃতপক্ষে দৈনিক মেহেরপুর প্রতিদিনের আগে মেহেরপুরে নিয়মিত কোন পত্রিকা কখনও ছিল না। অতীতে যেগুলো প্রকাশ হয়েছে, সেগুলো হঠাৎ হঠাৎ এবং তা বন্ধও হয়েছে হঠাৎ হঠাৎ। সে ক্ষেত্রে প্রকাশনা অব্যাহত মেহেরপুর প্রতিদিন তাদের ব্যতিক্রমী অবস্থান বজায় রেখে চলেছে।এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। সুবর্ণ অতীত থাকা সত্ত্বেও সাংবাদিকতা ও পত্র-পত্রিকা জগতে আমরা বেশ এগিয়ে যেতে পারি নি। তবে এক্ষেত্রে আমরা একেবারে পিছিয়ে, তা নয়। মেহেরপুর থেকে এক সময় প্রকাশিত হয়েছে ‘আর্যকথা’,‘ইসলাম প্রচারক’,‘ সোলতান’, মাসিক ‘সাধক’, মাসিক ‘পল্লী শ্রী’, পাক্ষিক ‘সীমান্ত’- এর মতো পত্রিকা। গেল সত্তর দশকে বুলেটিন ‘প্রবাহ’ সবার দৃষ্টি কেড়েছিল। পরবর্তীতে সাপ্তাহিক পরিচয়, দৈনিক আযম, সাপ্তাহিক চুম্বক,সাপ্তাহিক মুজিবনগর, সাপ্তাহিক মেহেরপুর, দৈনিক মেহেরপুর, পাক্ষিক পশ্চিমাঞ্চল প্রকাশ হয়। এখন দৈনিক মেহেরপুর প্রতিদিন বের হচ্ছে এরই ধারাবাহিকতায়। এছাড়া সাংস্কৃতিক সংগঠন মধুচক্রের কিছু স্মরণিকা, লিটল ম্যাগাজিন মাদল, ধারাপাত, ভৈরব সাহিত্য গোষ্ঠীর প্রকাশনা, বিভিন্ন স্কুল-কলেজের বার্ষিকী প্রভৃতি মেহেরপুরের সাহিত্য-সংস্কৃতির বিকাশে ভুমিকা রেখেছে। বৃটিশ আমলে মেহেরপুর থেকে যে সব পত্রিকা প্রকাশ হতো তার মধ্যে গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামের রেয়াজ উদ্দিন আহমেদের সম্পাদনায় ১২৯৮ বঙ্গাব্দে ‘ইসলাম প্রচারক’ প্রকাশ হয়। এবং ১৩১২ বঙ্গাব্দে তাঁরই সম্পাদনায় ‘সোলতান’ পত্রিকা প্রকাশিত হয়। মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে হীরালাল বিশ্বাসের সভাপতিত্বে বাংলা ১৩১৯ সালের ১লা বৈশাখ‘নদীয়া সাহিত্য সম্মিলনী’নামে একটি সাংস্কৃতিক সংগঠন গঠিত হয়। এ সংগঠনের উদ্যোগে ১৩২০ সাল থেকে ‘সাধক’ নামে উন্নতমানের একটি মাসিক পত্রিকা প্রকাশিত হয়। এ পত্রিকার সম্পাদক ছিলেন- সতীশ চন্দ্রবিশ্বাস এবং প্রকাশক ছিলেন- অবিনাশচন্দ্র বিশ্বাস। পত্রিকাটি দু’বছর নিয়মিতভাবে কৃষ্ণনগর থেকে মুদ্রিত হয়ে প্রকাশিত হয়। এ পত্রিকাটিকে মেহেরপুরের ইতিহাসের প্রথম সংবাদপত্র হিসেবে গন্য করা হয়ে থাকে। ‘পল্লী শ্রী’ নামে একটি মাসিক পত্রিকা ১৩৪২ বঙ্গাব্দের শেষের দিকে প্রথম প্রকাশিত হয়ে কখনও নিয়মিত কখনও অনিয়মিতভাবে ১৯৪৭ সালের দেশ বিভাগের পূর্ব পর্যন্ত প্রকাশিত হয়। অমরেন্দ্র বসু ওরফে হাবু বাবুর সম্পাদনায় মেহেরপুরের বর্তমান সামসুজ্জোহা পার্কের প্রধান সড়কের পশ্চিম দিকে অবস্থিত প্রমথ চন্দ্র রায়ের কমলা প্রেস থেকে পত্রিকাটি প্রকাশিত হতো। কবি অজিত দাস, দীনেন্দ্রকুমার রায় প্রমুখ নিয়মিত এ পত্রিকায় লিখতেন। বিখ্যাত লেখক সাহিত্যিক ও সাংবাদিক দীনেন্দ্রকুমার রায়ের বাড়ি মেহেরপুর শহরে। তিনি কলকাতা থেকে প্রকাশিত বিখ্যাত বসুমতি পত্রিকার সম্পাদক ছিলেন। তাঁর রহস্য লহরী সিরিজে প্রকাশিত উপন্যাসের সংখ্যা ২১৭টি। মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের নিগামানন্দ আশ্রম থেকে গত শতাব্দীর প্রথমার্ধে প্রকাশিত হয় মাসিক আর্য্য-দর্পণ। ১৯৬২ সালে মেহেরপুর থানা কাউন্সিলের উদ্যোগে সীমান্ত নামে একটি পাক্ষিক পত্রিকা প্রকাশিত হয়। পত্রিকাটি দেখার সৌভাগ্য আমার হয়েছে। প্রয়াত মেহেরপুরের সাস্কৃতিক সংগঠক শ্রদ্ধেয় নাসিরউদ্দিন মীরু নাসির ভাইয়ের কাছে এই পত্রিকার বেশ কিছু কপি বাধাই করা অবস্থায় দেখেছি। পত্রিকাটির সম্পাদক ছিলেন মোঃ মফিজুর রহমান। মেহেরপুর বড়বাজারের এডলিক প্রিন্টিং প্রেস থেকে পত্রিকাটি চার বছর নিয়মিত প্রকাশিত হয় এবং ১৯৬৬ সালের শেষের দিকে পত্রিকাটি বন্ধ হয়ে যায়। কুতুবপুর বাসিন্দা শিল্পী মোঃ নাসিরুদ্দিন ‘আমকাঁঠাল লিচুতে ভরপুর, তারই নাম মেহেরপুর’- এই কথাগুলো লিখে পত্রিকাটির প্রচ্ছদ এঁকে দিয়েছিলেন। এই পত্রিকায় মেহেরপুরের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে অনেক লেখা দেখেছি। এডভোকেট আব্দুর রাজ্জাক, মুন্সি সাখাওয়াৎ হোসেন, বেগম সফুরা রাজ্জাকসহ অনেকের লেখা সেখানে দেখেছি। পত্রিকাটি হাফ ডিমাই সাইজ ছিল। ১৯৭৯ সালের ১৩ই মার্চ মেহেরপুর থেকে ‘প্রবাহ’নামে সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাস বিষয়ক বুলেটিনের প্রথম সংখ্যা প্রকাশিত হয়। প্রবাহের সম্পাদকমণ্ডলীতে ছিলেন মুহঃ আনছার-উল-হক, মোঃ আলী ওবায়দুর রহমান ও মোঃ নাসিরউদ্দিন মীরু। সম্পাদক মোঃ নাসিরউদ্দিন মীরু। মেহেরপুর বড়বাজারের এডলিক প্রিন্টিং প্রেস থেকে এটি প্রকাশিত হতো। কয়েকটি মাত্র অনিয়মিত সংখ্যা প্রকাশিত হয়। বুলেটিনটি মেহেরপুরের খুবই সমাদৃত হয়েছিল। এই পত্রিকায় শিশুদের একটি বিভাগ ছিল,সেটি দেখাশুনা আমি করতাম। আমি তখন মেহেরপুর কলেজের ছাত্র এবং শিশু সংগঠন ধারাপাত খেলাঘর আসরের সাধারণ সম্পাদক। এ আসরের প্রকাশনা ‘ধারাপাত’ আমার সম্পাদনায় বেরিয়েছিল। ১৯৭৯ সালে মেহেরপুর বড়বাজার থেকে তারিক-উল ইসলামের সম্পাদনায় প্রকাশ হয় লিটল ম্যাগাজিন ‘মাদল’। পরবর্তীতে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘শব্দায়ন’ প্রতিষ্ঠা ও সম্পাদনা করেন এবং পরে তিন দশকেরও বেশি সময় ধরে ঢাকায় সাংবদিকতা করে খ্যাতিমান হন। আমি নিজে দীর্ঘদিন থেকে সাপ্তাহিক মুক্তিবাণী পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করে এসেছি। এখন ভারপ্রাপ্ত সম্পাদক। এর আগে আমি দৈনিক পত্রিকার সহকারী সম্পাদক ছিলাম। ১৯৮৫ সালে এসএম তোজাম্মেল আযমের সম্পাদনায় পরিচয় নামে একটি সাপ্তাহিক মেহেরপুর শহরের কাথুলী সড়কের গফুর প্রিন্টিং প্রেসে মুদ্রিত হয়ে প্রকাশিত হতো। তোজাম্মেল আমার বন্ধু মানুষ। তার অনুরোধে আমি মেহেরপুর নিয়ে অনেক লিখেছি এই পত্রিকায়। ১৯৯২ সালের মার্চ থেকে দৈনিক আযম নামে একটি সংবাদপত্র প্রকাশিত হয় এসএম তোজাম্মেল আযমের সম্পাদনায়। এ পত্রিকাটির প্রকাশনা ছিল অনিয়মিত। ১৯৮৬ সালের ২৬শে মার্চ মেহেরপুর কোর্ট রোডের লুমা প্রিন্টিং প্রেস থেকে সাপ্তাহিক চুম্বক প্রকাশিত হয়। প্রায় এক বছর নিয়মিত প্রকাশনার পর সরকারের নির্দেশে পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যায়। এই পত্রিকার সম্পাদকও প্রকাশক ছিলেন অ্যাডভোকেট সৈয়দ আমিনুল ইসলাম। ১৯৮৮ সালের ১১ই জুলাই মেহেরপুর কোর্ট রোডের লুমা প্রিন্টিং প্রেস থেকে সাপ্তাহিক মুজিবনগর প্রথম প্রকাশিত হয়। পত্রিকাটি বেশ জনপ্রিয়তা অর্জন করে। অ্যাডভোকেট সৈয়দ আমিনুল ইসলাম ছিলেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক। আমিনুল ভাই নিজের প্রেস থেকে পত্রিকাটি ছাপতেন। এ পত্রিকাটিও পরে বন্ধ হয়ে যায়। রুহুল কুদ্দুস টিটোর সম্পাদনায় মেহেরপুর কাঁসারীপাড়া থেকে ১৯৯২ সালের ১৪ই ফ্রেবুয়ারি পাক্ষিক পশ্চিমাঞ্চল প্রথম প্রকাশিত হয়। পত্রিকাটি ঢাকা থেকে কম্পিউটার কম্পোজে আমার দায়িত্বে প্রকাশিত হতো। নামও দিয়েছিলাম আমি। মনে পড়ে থানা কাউন্সিল হলে পত্রিকাটি প্রকাশনা উৎসব হয়েছিল। ১৯৯২ সাল থেকে অ্যাডভোকেট আব্দুল হামিদ খানের সম্পাদনায় সাপ্তাহিক মেহেরপুর প্রকাশিত হয়। পরবর্তীতে পত্রিকাটি দৈনিক মেহেরপুর নামে প্রকাশিত হয়। রশিদ হাসান খান আলো পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক। এর প্রকাশনা নিয়মিত নয়। তরুণ সাংবাদিক এসএম মুজাহিদ আল মুন্নার সম্পাদনায় প্রকাশিত হয়েছে ইতিহাস-ঐতিহ্য ভিত্তিক পত্রিকা শিকড়। পত্রিকাটি বেশ কয়েকটি সংখ্যা বের হয়। মেহেরপুর জেলার প্রথম ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল মেহেরপুর নিউজ। এর সম্পাদক ও প্রকাশক: পলাশ খন্দকার, বার্তা সম্পাদক: মিজানুর রহমান মিজান। ষ্টাফ রিপোর্টার সাঈদ হোসেন। অনলাইন নিউজ পোর্টালটি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। আমি নিজেও এই অনলাইনে মেহেরপুর নিয়ে মাঝে-মধ্যে লিখি। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দীঘদিনের অবহেলিত জেলা মেহেরপুরকে সামনের দিকে এগিয়ে নিতে এবং মুজিবনগর খ্যাত ঐতিহ্যবাহী মেহেরপুরের ইতিহাস-ঐতিহ্যকে তুলে ধরতে দৈনিক মেহেরপুর প্রতিদিনের যাত্রা শুরু হয়েছিল। পত্রিকাটি পাঠক মহলে ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। দেখতে দেখতে মেহেরপুর প্রতিদিন ৫ম বছরে পদার্পণ করলো। পত্রিকাটির বস্তুনিষ্ঠতা প্রশংসাযোগ্য। মেহেরপুরের মতো আয়তনে ছোট এবং বলা চলে প্রায় শূন্য শিল্প ও কৃষিনির্ভর এলাকা থেকে পত্র-পত্রিকা প্রকাশ অনেক কঠিন। তা সত্ত্বেও মেহেরপুর প্রতিদিন সাহসের সঙ্গে প্রতিদিন নিয়মিতভাবে বিকশিত হতে হতে এগিয়ে চলেছে। এজন্য আমি এই পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমি দীর্ঘকাল ধরে ঢাকায় আছি। কিন্তু আমার মন পড়ে থাকে মেহেরপুরে। মেহেরপুরের মানুষ ও মেহেরপুরের ইতিহাস-ঐতিহ্য নিয়ে লিখতে চাই। আমার অনেক দিনের প্রত্যাশা ছিল মেহেরপুর থেকে একটি দৈনিক পত্রিকা নিয়মিত প্রকাশিত হোক। আমার হৃদয়ের প্রত্যাশা পূরণ করায় ছোট ভাই এম.এ.এস.ইমনকে জানাই ধন্যবাদ। কুষ্টিয়া থেকে এখন ১৪টি দৈনিক নিয়মিত প্রকাশিত হয়। সাপ্তহিক পত্রিকা অসংখ্য। চুয়াডাঙ্গা থেকে দৈনিক মাথাভাঙ্গা ও পশ্চিমাঞ্চলসহ আরো কয়েকটি পত্রিকা বের হয়। সে ক্ষেত্রে মেহেরপুর অনেক পিছিয়ে ছিল। মেহেরপুর প্রতিদিন আমাদের সেই আশাকে পূরণ করেছে। পরিশেষে বলবো,এগিয়ে যাক দৈনিক মেহেরপুর প্রতিদিন,এগিয়ে যাক মেহেরপুরেরের সর্বস্তরের মানুষ। মেহেরপুরের উন্নয়ন হোক। ভালো থাকুক মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ অঞ্চলের মানুষ। লেখক: সাংবাদিক ও ভারপ্রাপ্ত সম্পাদক সাপ্তাহিক মুক্তিবাণী।
Slider
মুজিবনগরে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ
Posted by Administrator
মুজিবনগরে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শুভ্রতা ছুঁয়ে থাকুক মননে, স্নিগ্ধ আলোয় জুড়িয়ে যায় দুচোখ,প্রাণের সঞ্চার উদ্বেল...মেহেরপুরের মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতাকে গ্রেফতার
Posted by Administrator
মেহেরপুরের মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতাকে গ্রেফতার করা হয়েছে। গেল রাতে কেগারগঞ্জ বাজারের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে মুজি...গাংনীতে বৈশাখী অনুষ্ঠানের আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে
Posted by Administrator
গাংনীতে বৈশাখী অনুষ্ঠানের আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে ...মেহেরপুরে বৈশাখী অনুষ্ঠানের আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে।
Posted by Administrator
মেহেরপুরে বৈশাখী অনুষ্ঠানের আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ’ গানের মধ্যে দিয়ে মেহেরপুর জেলা প্রশাস...
দেশ
মুজিবনগরে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ
0 comment 14 Apr 2025 - Administratorমুজিবনগরে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শুভ্রতা ছুঁয়ে থাকুক ম...
Read Moreমেহেরপুরের মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতাকে গ্রেফতার
0 comment 14 Apr 2025 - Administrator Read Moreগাংনীতে বৈশাখী অনুষ্ঠানের আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে
0 comment 14 Apr 2025 - Administrator Read Moreমেহেরপুরে বৈশাখী অনুষ্ঠানের আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে।
0 comment 14 Apr 2025 - Administrator Read Moreসপ্তম শতকে চীনা পরিব্রাজক হিউয়েনের ভ্রমন কালে যে বিবরণ পাওয়া যায় তা সমতট বা বঙ্গের অধীনে ছিল মেহেরপুর ( চুয়াল্লিশ পর্ব)
0 comment 13 Apr 2025 - Administrator Read More
মেহেরপুর জেলা খবর
গাংনীতে বৈশাখী অনুষ্ঠানের আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে
0 comment 14 Apr 2025 - Administratorগাংনীতে বৈশাখী অনুষ্ঠানের আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। নানা ...
Read Moreমেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ী সমিতি ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে
0 comment 09 Apr 2025 - Administrator Read Moreগাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের মাছ চাষী জুয়েল রানা আলগামন’ উল্টে নিহত হয়েছে
0 comment 05 Apr 2025 - Administrator Read Moreহাঁসের বাচ্চা চুনা পায়খানা হওয়ার কারন, রোগের বিস্তার, চিকিৎসা ও প্রতিরোধ টিকা কর্মসূচি
0 comment 02 Apr 2025 - Administrator Read Moreপবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেহেরপুরের রাজনৈতিক নেতার কে কোথায় ঈদের নামাজ পড়বেন
0 comment 30 Mar 2025 - Administrator Read More
মেহেরপুর সদর উপজেলা
মেহেরপুরে বৈশাখী অনুষ্ঠানের আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে।
0 comment 14 Apr 2025 - Administratorমেহেরপুরে বৈশাখী অনুষ্ঠানের আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। জাতীয়...
Read Moreমেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালামকে আটক
0 comment 13 Apr 2025 - Administrator Read Moreমেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবীতে প্রতিবাদ ব্যবসায়ী মহল
0 comment 12 Apr 2025 - Administrator Read Moreমেহেরপুর পৌরসভা কর্মচারী ইউনিয়নের নির্বাচনে সভাপতি পদে খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দিপু নির্বাচিত হয়েছেন।
0 comment 12 Apr 2025 - Administrator Read Moreইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে মেহেরপুর আহলেহাদীস যুবসংঘের মানববন্ধন অনুষ্ঠিত হয়।
0 comment 12 Apr 2025 - Administrator Read Moreমেহেরপুর সরকারী উচ্চ বালক বিদ্যালয় মাঠে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা আয়োজন বন্ধের জন্য খোলা চিঠি।
0 comment 12 Apr 2025 - Administrator Read Moreগাংনীর লক্ষীনারায়নপুর ধলা গ্রামে বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড তাজা গুলিসহ লাল্টু বিশ্বাস কে আটক করেছে যৌথ বাহিনী
0 comment 11 Apr 2025 - Administrator Read More
গাংনী উপজেলা
রবিবার সন্ধ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় গাংনী উপজেলার কসবা গ্রামের জাভেদ ওমর নিহত ও দু’বন্ধু আহত হয়েছেন
0 comment 31 Mar 2025 - Administrator Read Moreগাংনী উপজেলা ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ
0 comment 30 Mar 2025 - Administrator Read Moreগাংনীর খেতের জমিতেই নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ টমেটো, কৃষকের মাথায় হাত!
0 comment 28 Mar 2025 - Administrator Read Moreগাংনীতে বৈশাখী অনুষ্ঠানের আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে
0 comment 14 Apr 2025 - Administratorগাংনীতে বৈশাখী অনুষ্ঠানের আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। নানা ...
Read Moreগাংনী উপজেলার নওপাড়া গ্রামে পেঁয়াজবাহী ট্রাকের চাপায় সামসুল হক নিহত হয়েছে
0 comment 09 Apr 2025 - Administrator Read Moreগাংনী পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ডে আসাদ সভাপতি , মিঠুন সম্পাদক করে দশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
0 comment 08 Apr 2025 - Administrator Read Moreগাংনী উপজেলার খাসমহল গ্রামের ফেনসিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী লোকমান আলী কে আটক করেছে পুলিশ
0 comment 07 Apr 2025 - Administrator Read Moreগাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের মাছ চাষী জুয়েল রানা আলগামন’ উল্টে নিহত হয়েছে
0 comment 05 Apr 2025 - Administrator Read Moreগাংনীতে ক্রিকেট সিন্ডিকেট’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সিন্ডিকেট রয়্যালস।
0 comment 04 Apr 2025 - Administrator Read Moreরবিবার সন্ধ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় গাংনী উপজেলার কসবা গ্রামের জাভেদ ওমর নিহত ও দু’বন্ধু আহত হয়েছেন
0 comment 31 Mar 2025 - Administrator Read Moreগাংনী উপজেলা ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ
0 comment 30 Mar 2025 - Administrator Read Moreগাংনীর খেতের জমিতেই নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ টমেটো, কৃষকের মাথায় হাত!
0 comment 28 Mar 2025 - Administrator Read Moreগাংনীতে বৈশাখী অনুষ্ঠানের আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে
0 comment 14 Apr 2025 - Administratorগাংনীতে বৈশাখী অনুষ্ঠানের আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে। নানা ...
Read Moreগাংনী উপজেলার নওপাড়া গ্রামে পেঁয়াজবাহী ট্রাকের চাপায় সামসুল হক নিহত হয়েছে
0 comment 09 Apr 2025 - Administrator Read Moreগাংনী পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ডে আসাদ সভাপতি , মিঠুন সম্পাদক করে দশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন
0 comment 08 Apr 2025 - Administrator Read More
মুজিবনগর উপজেলা
মুজিবনগরে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ
0 comment 14 Apr 2025 - Administratorমুজিবনগরে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শুভ্রতা ছুঁয়ে থাকুক ম...
Read Moreঈদের কেনাকাটায় গাংনী শহরের দোকানে দই- মিষ্টি কেনার ধুম পড়েছে
0 comment 30 Mar 2025 - Administrator Read Moreসকল শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে মুজিবনগর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন
0 comment 26 Mar 2025 - Administrator Read Moreমুজিবনগরের কেদারগঞ্জ বাজারে গিয়াস ফার্মেসি, শফি হোটেল, নিউ বিগ বাজার সহ তিনটি প্রতিষ্ঠানকে সাতাশ হাজার টাকা জরিমানা করেছে।
0 comment 17 Mar 2025 - Administrator Read More
ফিচার
ইউরোপের কলকারখানায় সুতিবস্ত্র রং করার জন্য দরিদ্র ও নিপীড়িত কৃষকের রক্তে উৎপাদিত মেহেরপুরে নীল ইংল্যান্ডের বাজারে চড়া দামে বিক্রি করেছে ( সাতচল্লিশ পর্ব)
0 comment 14 Apr 2025 - Administratorইউরোপের কলকারখানায় সুতিবস্ত্র রং করার জন্য দরিদ্র ও নিপীড়িত কৃষকের রক্তে উৎপাদিত মেহ...
Read Moreপ্রাচীন জনপদ টলেমির বর্ণনানুসারে অঙ্কিত মানচিত্রে মেহেরপুরের অবস্থান ( চল্লিশ পর্ব )
0 comment 12 Apr 2025 - Administrator Read Moreআশির দশকে ছন্দে ছন্দে চমৎকার কবিতা লিখতেন মেহেরপুর গড়পাড়ায় অধিবাসী হাফিজ উদ্দিন বিশ্বাস মেহেরপুর সাহিত্যকে সমৃদ্ধ করেছেন ( ছত্রিশ পর্ব )
0 comment 12 Apr 2025 - Administrator Read More
খেলা
যাবতীয়
১৮৯৫ খ্রিস্টাব্দ ব্রিটিশ পার্লামেন্ট বাংলার চাষিদের দুরবস্থার কারনে নীল বিদ্রোহের অবসানের ঘোষণায় নীলকররা নীলের ব্যবসা গুটিয়ে নেয় মুক্ত হয়েছে মেহেরপুর ( বায়ান্ন পর্ব )
0 comment 14 Apr 2025 - Administratorআটারো শত পঁচানব্বই খ্রিস্টাব্দ ব্রিটিশ পার্লামেন্ট বাংলার চাষিদের দুরবস্থার কারনে নী...
Read Moreসপ্তম শতকে চীনা পরিব্রাজক হিউয়েনের ভ্রমন কালে যে বিবরণ পাওয়া যায় তা সমতট বা বঙ্গের অধীনে ছিল মেহেরপুর ( চুয়াল্লিশ পর্ব)
0 comment 13 Apr 2025 - Administrator Read Moreকবিতা, ছড়া, পুঁথি, হেয়ালী ধাঁধাঁর প্রাচুর্যে বাংলা সাহিত্যর গবেষক ডক্টর গাজী রহমান মেহেরপুরের সাহিত্য কে মাহাত্ম্য করেছে ( বিয়াল্লিশ পর্ব)
0 comment 12 Apr 2025 - Administrator Read More১৯৭৮ সালে মেহেরপুরের পঞ্চাশ জন ছাত্র ছাত্রী মুজিবনগর বিশাল ঘন আম বাগানে ভ্রমণে হারিয়ে যাওয়ার স্মৃতি (একচল্লিশ পর্ব)
0 comment 12 Apr 2025 - Administrator Read Moreপ্রাচীন জনপদ টলেমির বর্ণনানুসারে অঙ্কিত মানচিত্রে মেহেরপুরের অবস্থান ( চল্লিশ পর্ব )
0 comment 12 Apr 2025 - Administrator Read More
Mujibnagar Khabor's Admin

Labels
- Advertisemen
- Advertisement
- Advertisementvideos
- Arts
- Education
- English News
- English News Featured
- English News lid news
- English News national
- English News news
- English Newsn
- Entertainment
- Featured
- games
- id news
- l
- l national
- li
- lid news
- lid news English News
- lid news others
- media
- national
- others
- pedia
- photos
- politics
- politics English News
- t
- videos
- w
- world
- Zilla News
জনপ্রিয় পোস্ট
মেহেরপুরের সাম্প্রতিক খবর
মুজিবনগরে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ
মেহেরপুরের মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতাকে গ্রেফতার
গাংনীতে বৈশাখী অনুষ্ঠানের আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে
মেহেরপুরে বৈশাখী অনুষ্ঠানের আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে।
১৮৯৫ খ্রিস্টাব্দ ব্রিটিশ পার্লামেন্ট বাংলার চাষিদের দুরবস্থার কারনে নীল বিদ্রোহের অবসানের ঘোষণায় নীলকররা নীলের ব্যবসা গুটিয়ে নেয় মুক্ত হয়েছে মেহেরপুর ( বায়ান্ন পর্ব )
মেহেরপুরের আমঝুপি, ভাটপাড়া, রতনপুর, কাথুলি, গোয়ালগ্রাম, সাহেবনগর, রশিকপুর, ষোলটাকা, বেতবাড়িয়া চাষিরা বল্লম, ইট, পাটকেল, তীর-ধনুক নিয়ে নীলচাষ প্রতিরোধ ও বিদ্রোহের সৃষ্টি করে (একান্ন পর্ব )
মেহেরপুরের চাষিরা নীলচাষ অনীহা হলে লাঠিয়াল দিয়ে আমঝুপি, ভাটপাড়া, রতনপুর, কাথুলি, গোয়ালগ্রাম, সাহেবনগর, রশিকপুর, ষোলটাকা, বেতবাড়িয়া এলাকার জমি থেকে ধানের চারা উপড়ে ফেলা হয়েছে।( আটচল্লিশ পর্ব)
ইউরোপের কলকারখানায় সুতিবস্ত্র রং করার জন্য দরিদ্র ও নিপীড়িত কৃষকের রক্তে উৎপাদিত মেহেরপুরে নীল ইংল্যান্ডের বাজারে চড়া দামে বিক্রি করেছে ( সাতচল্লিশ পর্ব)
১৮৫৯ সালে থেকে গাংনী উপজেলার ভাটপাড়ায় নীলকুঠি ইঁট, চুন-সুরকি দ্বারা নির্মাণ ব্রিটিশ বেনিয়াদের পাপাচার অভিশপ্ত হয়ে দাড়িয়ে আছে নীলকুঠি ( ছেচল্লিশ পর্ব)
সত্তরের দশকে সাংস্কৃতিকের সূতিকাগার মেহেরপুরের জনপ্রিয় আবৃতিকার হিরক ভরাট কন্ঠে আবৃতি করতেন তখন ভক্তরা দূর- দূরান্ত থেকে ছুটে আসত কাঁসারীপাড়ার তাঁর বাড়ির মঞ্চে (পঁয়ত্রিশ পর্ব )
সপ্তম শতকে চীনা পরিব্রাজক হিউয়েনের ভ্রমন কালে যে বিবরণ পাওয়া যায় তা সমতট বা বঙ্গের অধীনে ছিল মেহেরপুর ( চুয়াল্লিশ পর্ব)
মেহেররপুর প্রাথমিক শিক্ষক সমিতি সদর উপজেলা শাখা কমিটির সভা অনুষ্ঠিত
মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালামকে আটক
জেলা সংবাদ
মেহেরপুরের মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতাকে গ্রেফতার
গাংনীতে বৈশাখী অনুষ্ঠানের আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে
মেহেরপুরে বৈশাখী অনুষ্ঠানের আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে।
সত্তরের দশকে সাংস্কৃতিকের সূতিকাগার মেহেরপুরের জনপ্রিয় আবৃতিকার হিরক ভরাট কন্ঠে আবৃতি করতেন তখন ভক্তরা দূর- দূরান্ত থেকে ছুটে আসত কাঁসারীপাড়ার তাঁর বাড়ির মঞ্চে (পঁয়ত্রিশ পর্ব )
মেহেররপুর প্রাথমিক শিক্ষক সমিতি সদর উপজেলা শাখা কমিটির সভা অনুষ্ঠিত
No comments: