শিরোনাম

    1:43 P

Sponsor



Slider

  1. 1
  2. 2
  3. 3
  4. 4

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » বৃটিশ আমালে মেহেরপুর শহরের মল্লিক বাড়ীতে কাজলা দিদি কবিতাটি লিখেন বাঙলা খ্যাতনামা কবি যতীন্দ্রমোহন বাগচী মেহেরপুরের সাহিত্য ইতিহাস ( পনেরো পর্ব)




বৃটিশ আমালে মেহেরপুর শহরের মল্লিক বাড়ীতে কাজলা দিদি কবিতাটি লিখেন বাঙলা খ্যাতনামা কবি যতীন্দ্রমোহন বাগচীর সাহিত্য ইতিহাস ( পনেরো পর্ব) মেহেরপুর শহরের মল্লিক বাড়ীতে সেই সময় মাসিক সাহিত্য বাসরে বসে মল্লিক বাড়ীতে বাঁশ বাগানের বাসে এই কবিতাটি লিখেন । কাজলা দিদি,,,,,,,,, -যতীন্দ্রমোহন বাগচী , কবি, সম্পাদক। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক-বলা কাজলা দিদি কই? পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাক জ্বলে ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই- মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই? সেদিন হতে কেন মা আর দিদিরে না ডাকো;- দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো? খাবার খেতে আসি যখন, দিদি বলে ডাকি তখন, ওঘর থেকে কেন মা আর দিদি আসে নাকো? আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো? বল মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে? কাল যে আমার নতুন ঘরে পুতুল-বিয়ে হবে! দিদির মত ফাঁকি দিয়ে, আমিও যদি লুকাই গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে, আমিও নাই-দিদিও নাই- কেমন মজা হবে। ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মাড়াস্ নে মা পুকুর থেকে আনবি যখন জল। ডালিম গাছের ফাঁকে ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, উড়িয়ে তুমি দিও না মা, ছিঁড়তে গিয়ে ফল,- দিদি এসে শুনবে যখন, বলবি কি মা বল! বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই- এমন সময় মাগো আমার কাজলা দিদি কই? লেবুর ধারে পুকুর পাড়ে ঝিঁঝিঁ ডাকে ঝোপে ঝাড়ে’ ফুলের গন্ধে ঘুম আসে না, তাইতে জেগে রই রাত্রি হলো মাগো আমার কাজলা দিদি কই যতীন্দ্রমোহন বাগচী জন্ম: আঠারো শত আটাত্তর সাল মৃত্যু: উনিশ শত আাটচল্লিশ (১৮৭৮-১৯৪৮) কবি, সম্পাদক। অবিভক্ত মেহেরপুরের করিমপুরে জমশেরপুর গ্রামে আঠারো শত আটাত্তর খ্রিস্টাব্দের সাতাশে নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। উনিশ শত সাতচল্লিশ সালে দেশ ভাগের আগে মেহেরপুর, গাংনী, করিমপুর, তেহট্ট ও চাপড়া নামক পাঁচটি থানা মেহেরপুর মহকুমা ছিল। . যতীন্দ্রমোহন অল্প বয়স থেকেই কাব্যচর্চা শুরু করেন। ভারতী, সাহিত্য প্রভৃতি বিখ্যাত পত্রিকায় তাঁর কবিতা প্রকাশিত হলে তিনি কবি হিসেবে প্রসিদ্ধি লাভ করেন। যতীন্দ্রমোহন ছিলেন রবীন্দ্রোত্তর যুগের শক্তিমান কবিদের অন্যতম। পল্লিপ্রকৃতির সৌন্দর্য ও পল্লিজীবনের সুখ-দুঃখের কথা তিনি দক্ষতার সঙ্গে প্রকাশ করেন। ভাগ্যবিড়ম্বিত ও নিপীড়িত নারীদের কথা তিনি বিশেষ দরদের সঙ্গে প্রকাশ করেছেন। ‘কাজলাদিদি’ ও ‘অন্ধবন্ধু’ তাঁর এ ধরনের দুটি বিখ্যাত কবিতা। লেখক ও গকেষক: মেহেরপুর থেকে অনিয়মিত ”প্রবাহ” পত্রিকার সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন মীরু।গ্রন্থনা:অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post
Pages 22123456 »

No comments:

Leave a Reply