Sponsor



Slider

  1. 1
  2. 2
  3. 3
  4. 4

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » আশির দশকের মেহেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের জন ছাত্রদরদী শিক্ষক ছিলেন অধ্যাপক আব্দুল হান্নান স্যার কে শ্রদ্ধার সাথে স্মরণ করেন গুণগ্রাহী মেহেরপুরের ছাত্ররা (আটাশ পর্ব)




আশির দশকের মেহেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের ছাত্রদরদী শিক্ষক ছিলেন অধ্যাপক আব্দুল হান্নান স্যার কে শ্রদ্ধার সাথে স্মরণ করেন গুণগ্রাহী মেহেরপুরের ছাত্ররা (আটাশ পর্ব) মেহেরপুর সরকারি কলেজের ছাত্রদরদী শিক্ষক ছিলেন অধ্যাপক আব্দুল হান্নান। আজো হাজার হাজার শিক্ষার্থী, অভিভাবক ও সুধীসমাজ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি মেহেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ছিলেন। আমার প্রিয় শিক্ষক আব্দুল হান্নান এবং তার গুণাবলী গুলো মনে হচ্ছে তার জামাকাপড়, কঠোর শৈলী, কর্ম এবং শব্দ সহ সবকিছুতে নির্ভুলতা ছিল। তিনি শিক্ষকের পেশায় শুধুমাত্র তার বাংলা বিষয়ের পুঙ্খানুপুঙ্খ জ্ঞানই জড়িত ছিলেন না, তার বিস্তৃত দৃষ্টিভঙ্গি ছিল, যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা ছিল ,যদি ও বাংলা বিষয় ছিল না তাও সুন্দর ভাবে হাসি মুখে উত্তর দিতেন। আমার উনিশ শত পচাশি সালে বিজ্ঞান বিভাগে অধ্যায়ন করতাম কিন্তু তিনি বিজ্ঞান বিভাগের বিষয় নিয়ে পাঠ দান নিয়ে উপদেশ দিতেন যা আজও তার কথা ভুলতে পারি না। এমন একজন শিক্ষক ছিলেন হান্নান স্যার ছাত্র সংঘঠন ও শিক্ষকদের বিরোধ ও দ্বন্দ্ব নির্বাপণ করতে সক্ষম ছিলেন। , . তিনি ছাত্রদের মানসিক অবস্থা, বিকাশের শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যগুলি এমন ভাবে উথাপন করতেন তিনি তার স্মার্ট, পাণ্ডিত্য, বোধগম্য, আমাদের একজন সত্যিকারের বন্ধু মনে হয়তো । তার ব্যক্তিগত গুণাবলী সর্বোপরি, তাকে সারাজীবন অনুসরণ আমরা । যদিও অনেক মেধাবী ছাত্ররা ছিটকে পড়েছে শুধু মাত্র তাদের লক্ষ্য ঠিক করতে পারিনি।তাই তার উপদেশ আজ আমাদের পেশায় সমাজে একটি বড় ভূমিকা পালন করতে পেরেছি । মেহেরপুর সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে চাকরি থেকে অবসর গ্রহণের পর তিনি আমেরিকায় তার মেয়ের বাসায় বসবাস করছিলেন। তিনি আমেরিকার নাগরিকত্ব লাভ করেন। চাকরিরত অবস্থায় তিনি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর’র (বিএনসিসি) অনারারী সেকেন্ড লেফটেন্যান্ট কমিশন লাভ করেন। গত দুই হাজার এগারো সালের এগারো ডিসেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায় তিনি আমেরিকার নিউইয়র্ক শহরে তার মেয়ের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মরহুম আব্দুল হান্নানের স্ত্রীও চির বিদায় নিয়েছেন। রয়েছে ১ ছেলে ও ২ মেয়েসহ বহু গুণগ্রাহী।লেখক ও গ্রন্থনা:অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
১৮৫৯ সালে স্থাপিত হয় মেহেরপুর সরকারী বালক( হাই ইংলিশ)বিদ্যালয় ,শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি ক্ষেত্রেও মেহেরপুরের অবদান উল্লেখ করার মতো ( উনত্রিশ পর্ব)
»
Previous
পাকিস্তান আমল থেকে মেহেরপুরের অসহায় মানুষকে চিকিৎসা সেবা দিয়েছেন ডাক্তার বাকী গুণী মানুষ হিসেবে মেহেরপুর বাসী কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন (সাতাশ পর্ব )
Pages 22123456 »

No comments:

Leave a Reply