শিরোনাম

    6:56 P

Sponsor



Slider

  1. 1
  2. 2
  3. 3
  4. 4

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » পাকিস্তান আমল থেকে মেহেরপুরের কবি, ছড়াকার, সংগীতশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে মেহেরপুর সাহিত্যকে সমৃদ্ধ করেছে ননী গোপাল ভট্টাচার্য ( চৌত্রিশ পর্ব )




পাকিস্তান আমল থেকে মেহেরপুরের কবি, ছড়াকার, সংগীতশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে মেহেরপুর সাহিত্যকে সমৃদ্ধ করেছে ননী গোপাল ভট্টাচার্য ( চৌত্রিশ পর্ব ) তিনি আজীবন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক বিপ্লব ও সুখ সমৃদ্ধশালী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। মেহেরপুরবাসী চিরকাল এই গুণী মানুষটিতে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। গত ছাব্বিশ শে জুন দুই হাজার কুড়ি শনিবার বিকাল ৫টা দশ মিনিটের সময় মেহেরপুর হোটেল বাজারের শহীদ আরজ সড়কস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুক্তিযুদ্ধের সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, ছড়াকার, সংগীতশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক -শ্রী ননী গোপাল ভট্টাচার্য্য এর কবিতা নিম্নে পাঠ করা হচ্ছে। ’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’ ঠিক্ আমারি মতন! ’’’’’’’’’’’’’’ বাড়ীর গিন্নি রাঁধতে ফিরনি একটু গ্যালো ধরে,

ফেলতে গিয়ে না ফেলে-নিয়ে রাখলেন বাটিটি ভ‘রে। গিন্নি-মা হাঁক দিয়ে কন্ ‘নফুর, কোথায় গেলি ওরে, তখন থেকে ডেকে,ডেকে পাচ্ছিনা কেন তোরে?’ বাড়ির চাকর তখন নফর একটু মধুর হেঁসে, তাড়াতাড়ি প্রনাম করি দাঁড়ায় গিন্নির কাছে এসে। বাড়ির গিন্নি ফিরনি বাটি হাতে নেমে সিঁড়ি বেয়ে, নফরে বাটি দিয়ে বলেন,- ‘হ্যাঁরে, সবটুকু নে খেয়ে।’ খেতে গিয়ে নফর ভাবে, কোন দিনও তো গিন্নি মা, কতই রাঁধেন, কখনও বলেন না নফর তুই আজ এটা খা। বড় লোকের মন, সর্বক্ষণ জোয়ার-ভাটার মতো, ক্ষণে রুষ্ট আবার ক্ষণে তুষ্ট চলে,মন-খেলা অবিরত! ক্ষীরের স্বাদ, যদিও একটু ধরা-তবুও খাওয়া যায়, খেতে খেতে এবার বুঝে নফর তাকে খেতে দেওয়া ব্যাপারটাই! ‘কেমন হয়েছে?’-গিন্নি শুধান যেন, মুখে মধুর-বচন, খেতে,খেতে নফর বলে-‘ঠিক আমারি মতন!’ ‘কেমন কথা?’ শুধান গিন্নি ‘তোর ও-কথাটার মানে? ঝফথ ংছংথর নৎগ্ধদভ ঔৎগ্ধম খেয়েছিস কোন খানে?’ মিষ্টি হেঁসে, একটু কেশে চুলকিয়ে মাথার চুল, বলে, করবেন ক্ষমা গিন্নি-মা যদি বলতে হয় মা ভুল’। আর একটু ভালো হলে আমাকে কি দিতেন মা, আর একটু বেশী ধরে গেলে আমিও কিন্তু খেতাম না। সুতরাং, মা বুঝেই নিন্ –না, আসল ব্যাপারটা বিলক্ষণ, স্বাদের তাই মা ব্যাখ্যা দিলাম-ঠিক আমারি মতন! গ্রন্থনা:অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post
Pages 22123456 »

No comments:

Leave a Reply