শিরোনাম

    10:25 P

Sponsor



Slider

  1. 1
  2. 2
  3. 3
  4. 4

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » পাকিস্তান আমল থেকে মেহেরপুরে মহিলা কবি-সংগঠক ও নারী নেত্রী বেগম সফুরা রাজ্জাক মেহেরপুরের নবপ্রজন্মের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করেছে (পঁত্রিশ পর্ব )




পাকিস্তান আমল থেকে মেহেরপুরে মহিলা কবি-সংগঠক ও নারী নেত্রী বেগম সফুরা রাজ্জাক মেহেরপুরের নবপ্রজন্মের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করেছে (পঁত্রিশ পর্ব ) মেহেরপুরের কবি-সংগঠক বেগম সফুরা রাজ্জাক চৌদ্দ জুন দুই হাজার তেইশ সালে তার মেহেরপুরের বাসায় ইন্তেকাল করেন । তিনি মেহেরপুরের এক সময়ের বিশিষ্ট কবি , সংগঠক ও নারী নেত্রী। তিনি মেহেরপুরের বিশিষ্ট আইজীবি ও মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম এ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের স্ত্রী ও মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটো ও ব্যবসায়ী আহসান রাজিব অপুর মাতা। মেহেরপুরের নারী জাগরণে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।তাঁর সাম্প্রদায়িকতাবিরোধী ভূমিকাও স্মরণযোগ্য। তাঁর কবিতা অনুপ্রেরণা সৃষ্টি করে নবপ্রজন্মের মধ্যে। তাঁর মৃত্যু মেহেরপুরবাসীর জন্য অপূরণীয় ক্ষতি। বেগম সফুরা রাজ্জাক মেহেরপুরের প্রথম মহিলা সমিতির সংগঠক এবং তিনি একজন ভাল মানের কবি, মেহেরপুরে সাংস্কৃতিক অঙ্গনে বিচরণ উল্লেখযোগ্য। তিনি মেহেরপুর থেকে প্রকাশিত পাক্ষিক সীমান্ত পত্রিকার নিয়মিত লেখক ছিলেন। কবিতার নাম:: ””বাঙ্গালী কি দাসত্ব চায়? -বেগম সফুরা রাজ্জাক---’কবি-সংগঠক ও নারী নেত্রী। বাঙ্গালী কি দাসত্ব চায়? বাঙ্গালী জাতিকে জিজ্ঞাসা কারা তারপর নিজেকে। এখনো শুকায়নি মৃত যোদ্ধাগণের মায়ের কান্না, নেই পুত্র কন্যার পরনে কাপড়, ক্ষুধার আহার। তাদের কণ্ঠেই উত্তর ধ্বনিত হবে, যা জেনেছ, যা দেখছ, যা শুনেছো, এবার বলে চল বাঙ্গালী কি চায়? যে যোদ্ধারা স্মৃতিসৌধে শায়িত, তাদের রক্তে দাঁড়িয়ে নিশ্চিত মনে চলছে শোষণ, প্রতি রাতে নিশ্চিত নিদ্রায় দিনের পর দিন ন্যু-ইয়ার্ক প্যারিসে রাত্রি কাটায়। কালো টাকার আলোয় উজ্জল, তাদের নাগরিক সত্ব সুরক্ষিত, প্রশ্ন করো বাঙ্গালী কি চায়? শোষণের বিরুদ্ধে ছিল সংগ্রাম, আমরা যুদ্ধ চাই না। সবুজ গ্রামের ফসল আমরা কালো টাকার মুখে দিতে চাই না। আমার ভাইয়েরা যারা জীবন দিয়েছিল তাদের মা, আর ছেলে, মেয়ে বধূকে এবার জিজ্ঞাসা করো ওরা কি দাসত্ব চায়? গ্রন্থনা:অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post
Pages 22123456 »

No comments:

Leave a Reply