শিরোনাম

    9:40 P

Sponsor



Slider

  1. 1
  2. 2
  3. 3
  4. 4

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » ব্রটিশ আমলের মুন্সি শেখ মোহাম্মদ জমিরুদ্দিন সাহিত্য ও প্রকাশনায় মেহেরপুর জেলার ইতিহাস-(সপ্তম পর্ব)




ব্রটিশ আমলের মুন্সি শেখ মোহাম্মদ জমিরুদ্দিন সাহিত্য ও প্রকাশনায় মেহেরপুর জেলার ইতিহাস-(সপ্তম পর্ব) মুন্সি শেখ মোহাম্মদ জমিরুদ্দিন :- শেখ জমিরুদ্দীন আঠারো শত সত্তর সালে মেহেরপুরের গাংনীর গাঁড়াডোব বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মেহেরপুর আমঝুঁপি খ্রিষ্টান স্কুল ও কৃষ্ণনগর নর্মাল স্কুলে পড়াশোনা করেছেন। আঠারো শত সাতাশি সালে তিনি খ্রিষ্টধর্ম গ্রহণ করেন। খ্রিষ্টধর্ম গ্রহণের পর তিনি নিজের নাম পরিবর্তন করেন জন জমিরুদ্দীন রাখেন। জন জমিরুদ্দীন আঠারো শত একানব্বই সালে এলাহাবাদ সেন্ট পলস ডিভিনিটি কলেজ থেকে ধর্মতত্ত্বে স্নাতক হন। পরবর্তীতে, তিনি কলকাতার ডিভিনিটি কলেজে ভর্তি হন। তিনি সেখানে খ্রিষ্টধর্মতত্ত্ব, সংস্কৃত, আরবি, গ্রিক এবং হিব্রু সাহিত্য ও ব্যাকরণ নিয়ে পড়াশোনা করেছিলেন। এবং সেখান থেকে হায়ার গ্রেড রিডার বা HGR ডিগ্রি লাভ করেন। তিনি বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি ও লাতিন ভাষা জানতেন। জন জমিরুদ্দীন আঠারো শত বিরানব্বই সালের জুন মাসে খ্রিষ্টীয় বান্ধব পত্রিকায় আসল কোরআন কোথায় শিরোনামের একটি নিবন্ধ লেখেন। এর জবাবে মুনশি মোহাম্মদ মেহেরুল্লাহ ঈসায়ি বা খ্রিষ্টানি ধোকাভঞ্জন শিরোনামের একটি নিবন্ধ লেখেন যা আঠারো শত বিরানব্বই সালের কুড়ি ও সাতাশে জুন সুধাকর এ প্রকাশিত হয়েছিল। প্রবন্ধটিতে তিনি জন জমিরুদ্দীনের ছয়টি প্রশ্নের জবাব দিয়েছিলেন। এরপর, জন জমিরুদ্দীন সুধাকর এ একটি নিবন্ধ লেখেন। এর জবাবে মুনশি মোহাম্মদ মেহেরুল্লাহ আসল কোরআন সর্বত্র শিরোনামের একটি নিবন্ধ লেখেন। নিবন্ধটি পরে জন জমিরুদ্দীন ইসলাম গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেন। শেখ জমিরুদ্দীন ধর্মীয় বিষয়ে গ্রন্থ রচনা করেছেন। এছাড়া, তিনি সামাজিক বিষয়ক গ্রন্থ রচনা করেছেন ও অনুবাদ করেছেন। তিনি হযরত ঈসা কে, মেহের চরিত, ইসলামী বক্তৃতা, শ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ (স.) ও পাদরীর ধোঁকাভঞ্জন এর মত গ্রন্থ রচনা করেছেন। তিনি আমার জীবনী ও ইসলাম গ্রহণ বৃত্তান্ত শিরোনামে আত্মজীবনীও রচনা করেছেন। তিনি খ্রীষ্টান মিশনারীদের সংস্পর্শে শিক্ষা লাভ করেন। পরে দীর্ঘ আট বছর পর মুন্সি মেহেরুল্লাহর চেষ্টায় জমিরুদ্দিন ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলামের সত্যতা সম্পর্কে পরধর্মাবলম্বীদিগের মন্তব্য, ইসলামের বক্তৃতা, ‘পাদ্রীর ধোঁকাভঞ্জন', শোকানল প্রভৃতি রচনার সন্ধান পাওয়া যায়। খ্রীষ্ট ও ইসলাম এই উভয় ধর্মের পক্ষে তিনি প্রচার করেন । ইসলাম ধর্ম গ্রহণ করার ফলে এ অঞ্চলের মুসলমানদের মনে অনুপ্রেরণা সৃষ্টি করতে সাহায্য করেছিল ।এ কথাও স্মরণ যোগ্য-একজন মুসলমান সন্তানকে খৃষ্ট ধর্ম্মান্তরিত করে উপযুক্ত শিক্ষা দিয়ে মিশনারীগণ মুসলমানদের মধ্যে প্রচারের সুবিধা করে নিয়েছিলেন । মিশনারীদের প্রচার কৌশলকে আক্রমণ করে লেখা রচনা মুসলমান সমাজের উপকারে লাগলেও জমিরুদ্দীন অশিক্ষিত, দরিদ্র, সামন্ত পীড়িত বৃটিশ শাসনের অধীনস্থ দুর্বল মুসলমান সমাজের ভিত্তিমূলে প্রচন্ড আঘাত হানতে . সক্ষম হন। গাংনী উপজেলার মাত্র গুটি কয়েক গ্রামে খৃষ্টান সমাজ আছে, গাড়ডোব তার মধ্যে অন্যতম । মেহেরপুরের অন্যান্য স্থানে মিশনারীগণ বিভিন্ন জনহিতকর প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের ধর্মীয় সমাজ রক্ষা করতে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, গাংনীর ক্ষেত্রে তা অনুপস্থিত। বাংলা সাহিত্যের ইতিবৃত্তে মুন্সি জমিরুদ্দীনকে মুন্সি মেহেরুল্লার বিশ্বস্ত অনুচর হিসাবে প্রকাশ করা হয়েছে। মুন্সি মেহেরুল্লাহ ও মুন্সি জমিরুদ্দীন ইসলাম রক্ষার জন্য প্রাণপাত করে কৃতকার্য হন।লেখক ও গবেষক: মুন্সী সাখাওয়াৎ হোসেন,ভাষাসৈনিক,শিক্ষাবিদ, রাজনীতিক ও সমাজসেবক।তিনি মেহেরপুর থেকে প্রকাশিত পাক্ষিক সীমান্ত পত্রিকা প্রধানতম লেখক ছিলেন। এই পত্রিকা তিনি মেহেরপুরের ইতিহাস-ঐতিহ্যসহ গল্প ও নিবন্ধ রচনা করতেন। তিনি আটত্রিশ সালের পয়লা জানুয়ারি মেহেরপুরের মুজিবনগরের বাগোয়ানে জন্মগ্রহণ করেন।দীর্ঘকাল মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক হিসেবে দাযিত্ব পালন করেছেন। একজন সমাজসেবক এলাকায় তিনি ব্যাপক সুনাম অর্জন করেছিলেন’’’।গ্রন্থনা:::অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post
Pages 22123456 »

No comments:

Leave a Reply