শিরোনাম

    08:46 AM

Sponsor



Slider

  1. 1
  2. 2
  3. 3
  4. 4

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » বৃটিশ আমলের ঐতিহ্যবাহী মেহেরপুর মহকুমার কৃষ্ণকান্তভাদুড়ীর সাহিত্যঅঙ্গনে মেহেরপুর জেলার ইতিহাস (তৃতীয় পর্ব)




বৃটিশ আমলের ঐতিহ্যবাহী মেহেরপুর মহকুমার কৃষ্ণকান্তভাদুড়ীর সাহিত্যঅঙ্গনে মেহেরপুর জেলার ইতিহাস (তৃতীয় পর্ব) ঐতিহ্যবাহী মেহেরপুর এক সময় অবিভক্ত নদীয়ার অন্যতম বৃহৎ মহকুমা ছিল। মেহেরপুর খন্ডিত অংশ মাত্র। সাহিত্য ক্ষেত্রে তার অবদান ব্যাপক না হলেও বিশিষ্ট। এ দিকে তত্ত্ব ও তথ্যানুসন্ধানীদের পরিশ্রম করার যথেষ্ট ক্ষেত্র রয়েছে। কৃষ্ণকান্ত ভাদুড়ী ঃ ডক্টর দীনেশ সেন মহাশয় লিখেছেন, “রস সাগর” কৃষ্ণনগরের’ মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের সভাসদ কৃষ্ণকান্ত ভাদুড়ীর উপাধি। তৎপ্রণীত বিবিধ উদ্ভট কবিতার অন্য কোন সংজ্ঞা না পাইয়া আমরা উহা রসসাগর নামে অভিহিত করিব। রসসাগরের উদ্ভট কবিতাগুলি তদীয় উপস্থিত বুদ্ধি ও তীক্ষ্ণ রহস্য শক্তির পরিচায়ক।” কৃষ্ণকান্ত ভাদুড়ী মেহেরপুর থানার বাড়বাঁকা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর রচনাকাল সম্বন্ধে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের সভাকবি ভারতচন্দ্র রায়ের অন্নদামঙ্গলে রস সাগরের নাম পাওয়া যায় না। বিদ্যাসুন্দরের গড়িয়ে যাওয়া রসের ভান্ডারী ভারতচন্দ্রের মনের কোণে রসের সাগরের প্রতি কি ঈর্ষা থাকা সম্ভব? নদীয়া গেজেটের মতানুসারে কৃষ্ণকান্ত ভাদুড়ী মহারাজ কৃষ্ণকান্ত রায়ের উত্তরাধিকারী মহারাজ শ্রীশচন্দ্রের সভাকবি ছিলেন । এমত গ্রাহ্য হলে রসসাগরের রচনা কালে বাংলাদেশে ব্যাপক সাময়িক পত্রের উদ্ভব হয়েছে এবং কৃষ্ণনগরের লেখক তার প্রভাব হতে দূরে থাকতে পারতেন না। এই উভয় মতই অনুসন্ধান যোগ্য । শ্রদ্ধেয় ডঃ দীনেশ সেন ভাদুড়ীর কবিতাকে উদ্ভট কবিতা হিসাবে শ্রেণীকরণ করেছেন। রসসাগরের কবিতার সংখ্যা অল্প নয়, যা কিছু এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে তা থেকে রস সাগরের সম্বন্ধে নিঃসন্দেহে মন্তব্য করা চলে না। লেখক দীনেন্দ্র কুমার রায় মেহেরপুর থেকে প্রকাশিত অধুনালুপ্ত ‘পল্লী শ্রী’ কাগজে রস সাগরের কবিতার উপর কিছু তথ্য প্রকাশ করেছিলেন । দীনেন্দ্র রায়ের নিকট কবির বহু কবিতা ছিল, জনৈক বন্ধু তা পড়তে নিয়ে আর ফেরৎ দেননি। দীনেশ বাবু কবি অথবা কবিতার উপর ব্যাপক মন্তব্য করেননি যদিও তাঁর যুক্ততা ছিল। ডঃ দীনেশ সেন রস সাগরের বিবিধ কবিতার অন্য কোন সংজ্ঞা না পেয়ে তাকে উদ্ভট কবিতা বলেছেন- কিন্তু এ মত নিরঙ্কুশভাবে গ্রহণীয় হতে পারে না। লেখক ও গবেষক: মুন্সী সাখাওয়াৎ হোসেন লেখক,ভাষাসৈনিক,শিক্ষাবিদ, রাজনীতিক ও সমাজসেবক।তিনি মেহেরপুর থেকে প্রকাশিত পাক্ষিক সীমান্ত পত্রিকা প্রধানতম লেখক ছিলেন। এই পত্রিকা তিনি মেহেরপুরের ইতিহাস-ঐতিহ্যসহ গল্প ও নিবন্ধ রচনা করতেন। তিনি ১৯৩৮ উনিশ শত আটত্রিশ সালের পয়লা জানুয়ারি মেহেরপুরের মুজিবনগরের বাগোয়ানে জন্মগ্রহণ করেন।দীর্ঘকাল মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক হিসেবে দাযিত্ব পালন করেছেন। একজন সমাজসেবক এলাকায় তিনি ব্যাপক সুনাম অর্জন করেছিলেন। গ্রন্থনা:অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post
Pages 22123456 »

No comments:

Leave a Reply