শিরোনাম

    9:40

Sponsor



Slider

  1. 1
  2. 2
  3. 3
  4. 4

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » ব্রটিশ আমলের শ্রী দীনেন্দ্র কুমার রায় সাহিত্য ও প্রকাশনায় মেহেরপুর জেলার ইতিহাস-(পঞ্চম পর্ব)




ব্রটিশ আমলের শ্রী দীনেন্দ্র কুমার রায় সাহিত্য ও প্রকাশনায় মেহেরপুর জেলার ইতিহাস-(পঞ্চম পর্ব) শ্রী দীনেন্দ্র কুমার রায়; জন্ম সাল: চাব্বিশ শে আগষ্ট , আটারো উনসত্তর :মৃত্যু সাল : – সাতাশে জুন উনিশ শ তেতালিশ ) অবিভক্ত নদীয়ার মেহেরপুরের বাসিন্দা ছিলেন।তার পিতার নাম ব্রজনাথ রায়। আটারো আটাশি সালে খ্রিষ্টাব্দে মহিষাদল হাইস্কুল থেকে প্রবেশিকা পাস করে কৃষ্ণনগর সরকারি কলেজে ভর্তি হন। আটারো তিরানব্বই খ্রিষ্টাব্দে রাজশাহী জেলা জজের কর্মচারী নিযুক্ত হন তিনি। তার প্রথম রচনা একটি কুসুমের মর্মকথা: প্রবাদ প্রশ্নে ভারতী ও বালক পত্রিকায় প্রকাশিত হয়। বাংলা সাহিত্যের আধুনিক যুগের সংগে তিনি গভীরভাবে সংশ্লিষ্ট। রহস্য লহরী সিরিজের গোয়েন্দা কাহিনী তাঁকে বাংলা পাঠকের নিকটে বহুল পরিচিত করতে সাহায্য করেছে। বাংলা সাময়িক পত্রের বিকাশের যুগে দীনেন্দ্র বাবু মাসিক বসুমতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। পত্রিকার জন্য তাঁকে নিরবিচ্ছিন্নভাবে লিখতে হত। তাঁর নিজের লেখা ছোট গল্প আছে। পশ্চিম বাংলায় প্রকাশিত ছোট গল্প সংকলনে দীনেন্দ্রবাবুর ‘দেবতার ভর' স্থান লাভ বরেছে। অনুবাদক হিসাবে তিনি সমধিক প্রসিদ্ধ। পত্রিকার জন্য ইংরাজী থেকে প্রচুর রচনা বসুমতীতে অনুবাদ করে দেন। বসুমতীতে থাককালীন ভারতবর্ষের সম্পাদক কুষ্টিয়া কুমারখালীর জলধর সেনের সঙ্গে তার মতানৈক্য হয়। জলধর বাবুই দীনেন রায়কে ঋষি অরবিন্দের শিক্ষক নিযুক্ত করে দেন । অরবিন্দকে তিনি বাংলা শিক্ষা দিতেন । ডিটেকটিভ কাহিনীর লেখক হিসাবে পাঁচকড়ি দে'র নাম বাংলা সাহিত্যে প্রথম ও প্রধান । দীনেন বাবু আধুনিক বৈজ্ঞানিক অনুসন্ধি ৎসাকে উপন্যাসের কেন্দ্রবিন্দু করে আধুনিক রহস্য উপন্যাসের ভিত্তি স্থাপন করেন । সাধারণ সংস্কারিত বাংলা সমাজে বিশুদ্ধ বিজ্ঞানের বিচার বিশ্লেষণ হয়ত সম্ভব ছিল না- তাই বিলাতের সমাজের উপর নির্ভর গোয়েন্দা কাহিনী বাঙালী অন্তরকে ডিটেকটিভ উপন্যাসের রস গ্রহণে প্রস্তুত করেছিল। মেহেরপুর শহরে ছাপাখানা প্রতিষ্ঠা করে দীনেন বাবু সাংস্কৃতিক জীবনে বিপ্লব আনেন । তাঁর নব প্রতিষ্ঠিত 'কমলা প্রেস'-এর মাধ্যমে সেদিনের খৃষ্ট মিশনারীগণ প্রচার পুস্তিকা ছাপান। মেহেরপুর মুন্সেফ সাহেবের বাসার সম্মুখে প্রতিষ্ঠিত খৃষ্ট আশ্রম এই প্রেসের দ্বারা বাইবেল প্রচার করেন। দীনেন্দ্রনাথ কমলা প্রেস থেকে নিজস্ব রচনা প্রকাশ করে মেহেরপুরের সম্মান বৃদ্ধি করেন। মেহেরপুরের অধুনালুপ্ত কয়েকটি সাময়িক পত্র কমলা প্রেসে প্রকাশিত হয় । স্বামী নিগমানন্দ : জন্মস্থান কাথুলী ইউনিয়ন কাউন্সিল। দেশে শিক্ষা বিস্তারের জন্য কুতুবপুরে তিনি একটি উচ্চ ইংরেজী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। উক্ত পরিত্যাক্ত বিদ্যালয়ের বহু সামগ্রী বর্তমান মেহেরপুর মডেল হাইস্কুলের অন্তর্ভুক্ত। স্বামীজির সাহিত্যিক অবদান আমাদের হাতে নেই। পশ্চিম বালার দেশ পত্রিকাতে ধারাবাহিক তার সাহিত্য কীর্তির উপর প্রবন্ধ লেখা হচ্ছিল । জরুরী অবস্থাতে উক্ত পত্রিকার অবশিষ্টাংশ থেকে আমরা বঞ্চিত হয়েছি। পশ্চিম বাংলার বিভিন্ন স্থানে তাঁর স্মৃতিসৌধ আছে। বেলুড় মাঠে স্বামীজির লেখা দর্শনের পুস্তকগুলি রক্ষিত রয়েছে। স্বামী বিবেকানন্দের অনুসরণে সারা জীবন দেশের হিতে রয়েছিলেন। স্কুল-কলেজের সঙ্গে সংশ্লিষ্ট থাকা তাঁর উন্নত সাংস্কৃতিক মনের পরিচায়ক। আধ্যাত্ম বিষয়ক রচনাবলীর সাহিত্যিক অবদান ন্যূন নয় ।লেখক ও গবেষক: মুন্সী সাখাওয়াৎ হোসেন,ভাষাসৈনিক,শিক্ষাবিদ, রাজনীতিক ও সমাজসেবক।তিনি মেহেরপুর থেকে প্রকাশিত পাক্ষিক সীমান্ত পত্রিকা প্রধানতম লেখক ছিলেন। এই পত্রিকা তিনি মেহেরপুরের ইতিহাস-ঐতিহ্যসহ গল্প ও নিবন্ধ রচনা করতেন। তিনি আটত্রিশ সালের পয়লা জানুয়ারি মেহেরপুরের মুজিবনগরের বাগোয়ানে জন্মগ্রহণ করেন।দীর্ঘকাল মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক হিসেবে দাযিত্ব পালন করেছেন। একজন সমাজসেবক এলাকায় তিনি ব্যাপক সুনাম অর্জন করেছিলেন’’’।গ্রন্থনা:::অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
ব্রটিশ আমলের রমনী মোহন মল্লিক সাহিত্য ও প্রকাশনায় মেহেরপুর জেলার ইতিহাস-(ছষ্ঠ পর্ব)
»
Previous
Older Post
Pages 22123456 »

No comments:

Leave a Reply