শিরোনাম

    9:40 PM

Sponsor



Slider

  1. 1
  2. 2
  3. 3
  4. 4

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » ব্রটিশ আমলের রমনী মোহন মল্লিক সাহিত্য ও প্রকাশনায় মেহেরপুর জেলার ইতিহাস-(ছষ্ঠ পর্ব)




ব্রটিশ আমলের রমনী মোহন মল্লিক সাহিত্য ও প্রকাশনায় মেহেরপুর জেলার ইতিহাস-(ছষ্ঠ পর্ব) রমনী মোহন মল্লিক : মেহেরপুর টাউন কমিটির অধিনস্থ প্রখ্যাত মল্লিক পরিবারের সন্তান। বৈষ্ণব কবিতা সংকলন ভিন্ন তাঁর মৌলিক কবিতার উল্লেখ পাওয়া যায় না । চন্ডীদাসের কবিতা সংগ্রহের মুখবন্ধ হিসাবে তাঁর প্রবন্ধ প্রকাশিত হয় । চন্ডীদাসের কাল ও রচনার মৌলিকতার উপর তাঁর মন্তব্য সমালোচকগণের স্বরূপ যোগ্য । ডঃ দীনেশচন্দ্র সেন রসরঞ্জন রমনীমোহন মল্লিকের সংকলনকে স্বীকৃতি দিয়েছেন। মেহেরপুর একুশে শে ভাদ্র তেরো শত তিন সালে প্রকাশিত ‘চন্ডীদাস’ এর বিজ্ঞাপন থেকে রমনী বাবুর বিদ্যাবত্তার ধারণা করা যাবে। “পদকল্পতরু” গ্রন্থ তিনখানি আমি বহু পরিশ্রম স্বীকার করিয়া মিলাইয়া লইয়াছি। পদামৃত সমুদ্র, পদকল্প লতিকা, ক্ষণদা, গীতরত্নাবলী প্রভৃতি গ্রন্থ আমি যত্ন সহকারে দেখিয়াছি। লীলা সমুদ্র, গীত কল্পতরু, পাদার্নব সারাবলী ইত্যাদি বিবিধ সুপ্রাচীন হস্ত লিখিত গ্রন্থ হইতে বহুল পদ সংগ্রহ করিতে পারিয়াছি। তৎম্পাদিত “চন্ডীদাস”-এর উপর ত ৎকালীন কয়েকটা সুধীব্যক্তির মন্তব্য স্মরণ যোগ্য। হাইকোর্টের বিচারপতি গুরুদাস বন্দোপাধ্যায় আটারো তিরানব্বই সালের ত্রিশ শে অক্টোবর লেখেন- Yours explanatory and critical notes will, I have no doubt, be interesting and useful." আঠারো চুরানব্বই সালের একুশে জানুয়ারী Indian Mirror লেখেন, The composition are methodically arranged and explanatory notes attached to them as occasion requires." হিতবাদী লেখেন “দুর্গম গহন কানন হইতে প্রস্ফুটিত সুগন্ধি কুসুমচয়ন পূর্বক উপহার প্রদান করিলে উপহার দাতা যদি ধন্যবাদের পাত্র হন, শ্রীযুক্ত বাবু রমনী মল্লিকও তাহা হইলে এ সুমধুর পদ সংগ্রহ পূর্বক একত্রে সম্বন্ধ করণের জন্য আমাদের আন্তরিক ধন্যবাদ প্রাপ্ত হইবার উপযুক্ত।” রমনী মোহন মল্লিকের সম্পাদিত মেহেরপুর তেরো শত নয় সাল ৮ই আশ্বিন “নরোত্তম দাস” মহারাজ যতীন্দ্র মোহন ঠাকুরের নামে উৎসর্গ করা হয়। মহারাজ যে পত্র লেখেন তা হতে রমনীমোহন মল্লিকের সাহিত্যিক অবদান সম্পর্কে জানা যায়- I should not, I think close this letter without adverting in a spirit of high apreciation to yourself imposed task of serially editing the poetical works of your old vaisnab-kabir an undertaking which, If is superfluous to say, is in itself landable enough, in resting the works with an enhanched interest for the learned annotations and descriminating comments in certain places- The present edition take the rest of the series would, I need hardly say, be a valuable addition........." রমনী বাবু বহু সংখ্যক বৈষ্ণব কবির কবিতা সংগ্রহ করে প্রকাশ করেছেন । তেরো শত এক সালে ভবানীপুরে পার্থিব যন্ত্রে মুদ্রিত ও প্রকাশিত “বিদ্যাপতি” এর মধ্যে গণ্য। তিনি কবিতা সংগ্রহের জন্য বাংলা, বিহার ও উড়িষ্যার বিভিন্ন স্থানে ভ্রমণ করেন। বৈষ্ণব কবিদের সম্বন্ধে তথ্যসম্বলিত প্রবন্ধ তার মনস্বিতার পরিচায়ক।লেখক ও গবেষক: মুন্সী সাখাওয়াৎ হোসেন,ভাষাসৈনিক,শিক্ষাবিদ, রাজনীতিক ও সমাজসেবক।তিনি মেহেরপুর থেকে প্রকাশিত পাক্ষিক সীমান্ত পত্রিকা প্রধানতম লেখক ছিলেন। এই পত্রিকা তিনি মেহেরপুরের ইতিহাস-ঐতিহ্যসহ গল্প ও নিবন্ধ রচনা করতেন। তিনি আটত্রিশ সালের পয়লা জানুয়ারি মেহেরপুরের মুজিবনগরের বাগোয়ানে জন্মগ্রহণ করেন।দীর্ঘকাল মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক হিসেবে দাযিত্ব পালন করেছেন। একজন সমাজসেবক এলাকায় তিনি ব্যাপক সুনাম অর্জন করেছিলেন’’’।গ্রন্থনা:::অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
ব্রটিশ আমলের মুন্সি শেখ মোহাম্মদ জমিরুদ্দিন সাহিত্য ও প্রকাশনায় মেহেরপুর জেলার ইতিহাস-(সপ্তম পর্ব)
»
Previous
Older Post
Pages 22123456 »

No comments:

Leave a Reply