শিরোনাম

Sponsor



Slider

  1. 1
  2. 2
  3. 3
  4. 4

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » মেহেরপুরের আমঝুপি, ভাটপাড়া, রতনপুর, কাথুলি, গোয়ালগ্রাম, সাহেবনগর, রশিকপুর, ষোলটাকা, বেতবাড়িয়া চাষিরা বল্লম, ইট, পাটকেল, তীর-ধনুক নিয়ে নীলচাষ প্রতিরোধ ও বিদ্রোহের সৃষ্টি করে (একান্ন পর্ব )




মেহেরপুরের আমঝুপি, ভাটপাড়া, রতনপুর, কাথুলি, গোয়ালগ্রাম, সাহেবনগর, রশিকপুর, ষোলটাকা, বেতবাড়িয়া চাষিরা বল্লম, ইট, পাটকেল, তীর-ধনুক নিয়ে নীলচাষ প্রতিরোধ ওবিদ্রোহের সৃষ্টি করে (একান্ন পর্ব ) নীলচাষ বিরোধী এই আন্দোলন মেহেরপুরে আগুনের মতো ছড়িয়ে পড়ে। মেহেরপুরের আমঝুপি, ভাটপাড়া, রতনপুর, কাথুলি, গোয়ালগ্রাম, সাহেবনগর, রশিকপুর, ষোলটাকা, বেতবাড়িয়ার নীলকরদের অত্যাচার ও নীলচাষিদের দুরাবস্থা চরমে পৌছেছিল । বাংলার নদীয়া জেলার নীল বিদ্রোহের অপর এক বীর নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার। স্যামুয়েল ফেডি নামক অত্যাচারী নীলকরের বিরুদ্ধে গ্রামের হিন্দু ও মুসলিম চাষিদের একত্রিত করে তিনি বৃহৎ আন্দোলনের আকার দেন। । নীলকর দ্বারা শোষিত চাষিদের জন্য তিনি রাজনৈতিক ডাকাতির পথ অবলম্বন করেন। এজন্য ইংরেজরা তাঁকে ‘বিশে ডাকাত’ নামে আখ্যায়িত করেছেন। ।মেহেরপুরে একের পর এক সুসংগঠিত আক্রমণে ধূলিসাৎ নীলকুঠি পুড়িয়ে দেওয়া হয়। ধরা পড়া আটকাতে অনেক নীলকর পালিয়ে যায়। নীল বিদ্রোহ এক বছরেরও বেশি সময় স্থায়ী হয়েছিল। বিদ্রোহের সময় কিছু ক্ষেত্রে নীলকুঠির প্রাক্তন দেশীয় কর্মচারী বা গোমস্তারা নীলকরদের বিরুদ্ধে নীলচাষিদের সংঘবদ্ধ করেন। এসময় নীলকরদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নীলচাষিরা কয়েকটি অভিনব পন্থা গ্রহণ করে। প্রতিটি গ্রামের সীমানায় এক জায়গায় একটি করে ঢাক থাকত। নীলকর সাহেবরা গ্রামে ঢুকে অত্যাচার শুরু করলেই কেউ না কেউ সেই ঢাক বাজিয়ে বাকিদের জানিয়ে দিত। হাতের কাছে যাই-ই থাকত তাই-ই কৃষকরা অস্ত্র হিসেবে ব্যবহার করত। ভাত খাবার থালাকে তারা এক মোক্ষম অস্ত্র হিসেবে ব্যবহার করত। এছাড়াও বল্লম, ইট, পাটকেল, তীর-ধনুক এবং লাঠি কৃষকদের অস্ত্র হয়ে উঠেছিল। নীলকররা খাজনা বৃদ্ধি করতে শুরু করলে কৃষকরা খাজনা প্রদান করা বন্ধ করে দেয়।”গ্রন্থনা:অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
১৮৯৫ খ্রিস্টাব্দ ব্রিটিশ পার্লামেন্ট বাংলার চাষিদের দুরবস্থার কারনে নীল বিদ্রোহের অবসানের ঘোষণায় নীলকররা নীলের ব্যবসা গুটিয়ে নেয় মুক্ত হয়েছে মেহেরপুর ( বায়ান্ন পর্ব )
»
Previous
Older Post
Pages 21123456 »

No comments:

Leave a Reply