শিরোনাম

    2:41

Sponsor



Slider

  1. 1
  2. 2
  3. 3
  4. 4

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » ব্রটিশ আমলের হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় মুখার্জীর সাহিত্য ও প্রকাশনায় মেহেরপুর জেলার ইতিহাস-(চুতুর্থ পর্ব)




ব্রটিশ আমলের হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় মুখার্জীর সাহিত্য ও প্রকাশনায় মেহেরপুর জেলার ইতিহাস-(চুতুর্থ পর্ব), হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় মুখার্জী (জন্ম: চব্বিশ শে জুলাই আটারো শত চব্বিশ - মৃত্যু: ষোলই জুন আটারো শতিএকষট্টি একজন সাংবাদিক এবং সমাজসেবক।সমাজসেবক। জন্মস্থান মেহেরপুর। ভারতীয় সাংবাদিকতার জনক হিসেবে পরিচিত। তিনি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মাধ্যমে নীলকর সাহেবদের অত্যাচারের কথা সবার কাছে তুলে ধরেন। হরিশচন্দ্রমুখার্জী বাংলার নির্যাতিত নীল-রায়তদের একনিষ্ঠ সমর্থক।অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় প্রথম জীবনেই ,জীবিকার জন্য তাঁকে চাকরির খোঁজ করতে হয়।সামরিক অডিটর জেনারেলের অফিসে চাকরি কালে হরিশ চন্দ্র আইন-শাস্ত্র অধ্যয়ন করেন। আটারো বায়ান্ন সালে তিনি বাংলার জমিদারদের সংগঠন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন-এর(প্রতিষ্ঠা আটারো একান্ন ) সদস্য হন।হরিশ চন্দ্র মুখার্জী হিন্দুপ্যাট্রিয়ট পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন এবং পরে এর স্বত্বাধিকারী হন।সমসাময়িক রাজনৈতিক চিন্তাধারায় তাঁর ব্যাপক প্রভাব ছিল।হরিশ চন্দ্র বিধবা বিবাহের পক্ষপাতী ছিলেন।তিনি ডালহৌসীর ( আটারো আটচল্লিশ থেকে আটারো শত ছাপান্ন ) স্বত্ব বিলোপ নীতির ঘোর বিরোধিতা করেন।কিন্তু সিপাহী বিপ্লব এর আটারো শত সাতান্ন ) সময় তিনি ব্রিটিশ সরকারকে সমর্থন করেন। আটারো উনষাট থেকে ষাট - সালে নীল প্রতিরোধ আন্দোলন এর সময় তিনি নীল-রায়তদের (নীলচাষি) দাবির সমর্থনে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। রায়তদেরও পর নীলকরদের অত্যাচার জনসমক্ষে তুলে ধরার জন্য তিনি তাঁর লেখনী ব্যবহার করেন।মাত্র আটত্রিশ বছর বয়সে আটারো বাশট্টি সালে তাঁর মৃত্যু হয়।লেখক ও গবেষক-:: নাফিজ উদ্দিন খান মেহেরপুরের ছড়াকার, সাহিত্যিক, সাংবাদিক ও সু-বক্তা হিসেবে বিশেষভাবে পরিচিত ছিলো। মেহেরপুরের কাঁসারী পাড়ায় জন্মগ্রহণ করেন।তার বাবা: মরহুম শামসুদ্দিন খান, মা:মরহুমা নোসেমা খাতুন। গ্রন্থনা:অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post
Pages 22123456 »

No comments:

Leave a Reply