শিরোনাম

Sponsor



Slider

    দেশ

    মেহেরপুর জেলা খবর

    মেহেরপুর সদর উপজেলা


    গাংনী উপজেলা

    মুজিবনগর উপজেলা

    ফিচার

    খেলা

    যাবতীয়

    ছবি

    ফেসবুকে মুজিবনগর খবর

    » » » » » » মেহেরপুর পৌরসভার ১৫৬ তম জন্মবার্ষিকী কেক কেটে জন্ম দিন পালন




    মেহেরপুর পৌরসভার এক শত ছাপান্ন তম তম জন্মবার্ষিকী কেক কেটে জন্ম দিন পালন মঙ্গলবার বিকেলে মেহেরপুর পৌরসভার এক শত ছাপান্ন তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে মেহেরপুর পৌরসভার কালাচাঁদ মেমোরিয়াল হলে কেক কেটে মেহেরপুর পৌরসভার জন্ম দিন পালন করেন পৌরসভার প্রশাসক তরিকুল ইসলাম। কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, পৌরসভা কর্মচারী ইউনিয়নের সভাপতি খলিলুর রহমান,সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন দিপু সহ পৌরসভার সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগন। অবিভক্ত বাংলায় মেহেরপুর একটি প্রাচীন জনপদ। গঙ্গা-পদ্মার-র শাখা, প্রমত্তা ভৈরব নদের পূর্ব তীরবর্তী এই জনপদের নাম করণের সাথে জড়িয়ে আছে নানা কিংবদন্তি। জগৎখ্যাত নানা মুনি-ঋষি, সাধক মহাপুরুষ আর সাধু-দরবেশের স্মৃতি বিজড়িত এই সুপ্রাচীন জনপদটি আঠারো শত উনসত্তর সালে মিউনিসিপ্যালিটির মর্যাদা লাভ করে। দেশ বিভাগের পূর্ব হতেই মেহেরপুর মহকুমা শহর হিসেবে ইহার কার্যক্রম পরিচালনা করে আসছে। একাত্তর এর মহান স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের অভ্যূদয়ের সংগ্রামী ইতিহাসের সাথে বৈদ্যনাথতলা খ্যাত মুজিবনগরকে বুকে ধারন করে এই পৌরসভা স্বাধীনতার ইতিহাসের সাথে অঙ্গাঙ্গিক ভাবে জড়িত হয়। পরবর্তীতে ঐতিহাসিক মুজিবনগরের প্রবেশদ্বার হিসাবে পরিগনিত হয়। একাত্তর সালে বাংলাদেশ সরকার কর্তৃক এ পৌরসভা দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হয় এবং দুইহাজার এক সালে প্রথম শ্রেণীর মর্যাদা লাভ করে। এই পৌরসভায় মোট নির্বাচিত ৯ জন কাউন্সিলর, ৩জন সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর ও ১ জন মেয়র নিয়ে পৌর পরিষদ গঠিত। মেহেরপুর পৌরসভা বাংলাদেশের পশ্চিমাংশের সীমান্তবর্তী একটি পৌরসভা। এ পৌরসভার পূর্বে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা সড়ক, পশ্চিমে ভৈরব নদী ও বুড়িপোতা ইউনিয়নের যাদবপুর গ্রাম, উত্তরে কুতুবপুর ইউনিয়নের উজলপুর গ্রাম এবং দক্ষিণে আমদহ ইউনিয়নের বামনপাড়া গ্রাম রয়েছে।মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগা জোগ করুন : আসফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক ,মোবাইল:০১৭২২২২৬৬০৬, সাহেদুজ্জামান রিপন ,যুগ্মবার্তা সম্পাদক ,মোবাইল:০১৭২৩০০৪৩০০, অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






    «
    Next
    Newer Post
    »
    Previous
    Older Post

    No comments:

    Leave a Reply