শিরোনাম

Sponsor



Slider

  1. 1
  2. 2
  3. 3
  4. 4

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » সত্তরের দশকে সাংস্কৃতিকের সূতিকাগার মেহেরপুরের জনপ্রিয় আবৃতিকার হিরক ভরাট কন্ঠে আবৃতি করতেন তখন ভক্তরা দূর- দূরান্ত থেকে ছুটে আসত কাঁসারীপাড়ার তাঁর বাড়ির মঞ্চে (পঁয়ত্রিশ পর্ব )




সত্তরের দশকে সাংস্কৃতিকের সূতিকাগার মেহেরপুরের জনপ্রিয় আবৃতিকার হিরক ভরাট কন্ঠে আবৃতি করতেন তখন ভক্তরা দূর- দূরান্ত থেকে ছুটে আসত কাঁসারীপাড়ার তাঁর বাড়ির মঞ্চে (পঁয়ত্রিশ পর্ব )

মেহেরপুরের বিশিষ্ট সাঙস্কৃতিক ব্যক্তিত্ব কামরুল হাসান খান (হিরক ভাই) ছিলেন মেহেরপুরের একজন খুবই জনপ্রিয় ব্যক্তিত্ব ও সাঙস্কৃতিক সঙগঠক। হিরক ভাইয়ের ভরাট ও সুন্দর কন্ঠস্বর তাকে উচ্চ মাণের আবৃত্তিকারের পরিচিত এনে দেয়।তিনি তাদের বাড়িতে স্থায়ী মঞ্চ তৈরি করেছিলেন, যেখানে মেহেরপুরের বহু সাহিত্য ও সাঙস্কৃতিক অনুষ্ঠান হতো। ষাট ও সত্তরের দশকে হিরক ভাই মেহেরপুরের ছিলেন জনপ্রিয় আবৃতিকার। মানুষের সাথে যোগাযোগের অদ্ভূত ক্ষমতার কারণে হিরক ভাই মেহেরপুরে বিশেষভাবে জনপ্রিয় ব্যক্তি ছিলেন। তার কাছে গল্প শোনার জন্য মানুষ দূর- দূরান্ত থেকে ছুটে আসত। মানুষের প্রয়োজনে তিনি সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। একসময় হিরক ভাইয়ের বাড়ি হয়ে উঠেছিল সাঙস্কৃতিক অঙ্গন। তিনি তার কাজিন বাঙলা একাডেমির ফরহাদ খানের সাথে মেহেরপুরের অনেক বচন, গল্প- কাহিনী ও লোক সাহিত্য সঙগ্রহ করেন। সেগুলোর কিছু প্রবাহ পত্রিকায় প্রকাশিত হয়। ফরহাদ খান মেহেরপুর কলেজে উচ্চ মাধ্যমিক শ্রণিতে লেখাপড়া করেন। হিরক ভাই নিয়মিত আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিত মহলের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন এবঙ পুরোনো গল্প-গাথা, লোককাহিনী, বচন ইত্যাদি সঙগ্রহে হিরক ভাই বিশেষ পারদর্শী ছিলেন। তিনি মেহেরপুরের ঐতিহ্যবাহী সঙগঠন মধুচক্র এর প্রতিষ্ঠা কালীন সদস্য ছিলেন। মধুচক্রের কর্নধার নাসির ভাইয়ের সাথে হিরক ভাইয়ের চমৎকার সম্পর্ক ছিল। হিরক ভাইয়ের পরিবার একটি মুক্তিযোদ্ধা পরিবার। তার বাবা হাসেম আলী খান ছিলেন বীর মুক্তিযোদ্ধা। হিরক ভাই নিজেও মুক্তিযুদ্ধে অঙশগ্রহন করেন। তবে মুক্তিযোদ্ধা হিসেবে তাদের পরিবার কখনোই কোন সুবিধা গ্রহণ করেনি।হিরক ভাইয়ের জন্ম মেহেরপুর কাসারী পাড়ায় উুনিশ শত ছেচল্লিশ সালে। হিরক ভাইয়ের বাবা হাসেম আলী খান ( ব্রিটিশ আমলের একজন মেধাবী গ্রাজুয়েট। তিনি বাঙলাদেশ আনসার বাহিনীর উপ-পরিচালক হয়ে অবসর গ্রহণ করেন। উনিশ শত একাত্তর সালে হাসেম আলী খান মাগুরার আনসার এডজুটেন্ট ছিলেন। তিনি তার অধীনে থাকা আনসারদের নিয়ে মুক্তযুদ্ধে অঙশগ্রহন করেন। হিরক ভাইয়ের পরিবার একটি মুক্তিযোদ্ধা পরিবার। তার বাবা হাসেম আলী খান ছিলেন বীর মুক্তিযোদ্ধা। হিরক ভাই নিজেও মুক্তিযুদ্ধে অঙশগ্রহন করেন। তবে মুক্তিযোদ্ধা হিসেবে তাদের পরিবার কখনোই কোন সুবিধা গ্রহণ করেনি। হিরক ভাই দুই হাজার সতোরো সালে মেহেরপুরে মৃত্যু বরণ করেন। লেখক ও গবেষক-:: নাফিজ উদ্দিন খান মেহেরপুরের ছড়াকার, সাহিত্যিক, সাংবাদিক ও সু-বক্তা হিসেবে বিশেষভাবে পরিচিত ছিলো। মেহেরপুরের কাঁসারী পাড়ায় জন্মগ্রহণ করেন।তার বাবা: মরহুম শামসুদ্দিন খান, মা:মরহুমা নোসেমা খাতুন। গ্রন্থনা:অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
১৮৫৯ সালে থেকে গাংনী উপজেলার ভাটপাড়ায় নীলকুঠি ইঁট, চুন-সুরকি দ্বারা নির্মাণ ব্রিটিশ বেনিয়াদের পাপাচার অভিশপ্ত হয়ে দাড়িয়ে আছে নীলকুঠি ( ছেচল্লিশ পর্ব)
»
Previous
সপ্তম শতকে চীনা পরিব্রাজক হিউয়েনের ভ্রমন কালে যে বিবরণ পাওয়া যায় তা সমতট বা বঙ্গের অধীনে ছিল মেহেরপুর ( চুয়াল্লিশ পর্ব)
Pages 22123456 »

No comments:

Leave a Reply