সড়ক দুর্ঘটনা: মেহেরপুরে বাঁকা গ্রামের আহত ইমরান উজলপুর গ্রামের আখতারুজ্জামান এবং শিশু জুবায়ের সহ তিন জনের মৃত্যু
সড়ক দুর্ঘটনা: মেহেরপুরে বাঁকা গ্রামের আহত ইমরান উজলপুর গ্রামের আখতারুজ্জামান এবং শিশু জুবায়ের সহ তিন জনের মৃত্যু হয়েছে। আল ইমরান মেহেরপুর সদর উপজেলার বাড়ি বাঁকা গ্রামের মোখলেসুর রহমানের ছেলে।আক্তারুজ্জামান ঢাকা রুপনগর ব্রাঞ্চের এনআরবিসি ব্যাংকে অফিসার হিসেবে কর্মরত ও সদর উপজেলার উজলপুর গ্রামের হাসানুজ্জামানের ছেলে এবং শিশু জুবায়ের গাংনী উপজেলার ধানখোলা গ্রামের আলী হাসানের ছেলে। নিহত আল ইমরান মেহেরপুর সদর উপজেলার বাড়িবাঁকা গ্রামের মোখলেসুর রহমানের ছেলে।
সোমবার বিকালের দিকে মেহেরপুর শহরের উপকন্ঠে ব্রিটিশ-আমেরিকা-টোবাকো বাংলাদেশ দ্বিতীয় অফিসের সামনে দুর্ঘটনায় জুবায়ের হোসেন সহ ৪ জন আহত হলে কর্তব্যরত চিকিৎসক তাকে জুবায়ের হোসেন কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং আল ইমরানকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রাজশাহী যাওয়ার পথে ঈশ্বরদী হাসপাতালে জুবায়ের হোসেনের মৃত্যু হয়, আল ইমরানকে কুষ্টিয়া হাসপাতাল নেওয়ার পর পরই তার মৃত্যু হয়। নিহত জুবায়ের মেহেরপুরের গাংনী উপজেলা ধানখোলা গ্রামের আলী হাসানের ছেলে, দুর্ঘটনায় প্রথমে আখতারুজ্জামান নামের এক যুবকের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহত হন আল ইমরান, আলী হাসান, জুবায়ের হাসান এবং সাজ্জাদ হোসেন পলাশ।
। এদিকে ঈদুল ফিতরের দিনে সড়ক দুর্ঘটনের ৩ জন নিহত হওয়ার ঘটনায় মেহেরপুর সদর উপজেল বাড়িবাঁকা, উজলপুর এবং গাংনী উপজেলার ধানখোলা গ্রামের শোকের মাতম চলছে।মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগা জোগ করুন :
আসফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক ,মোবাইল:০১৭২২২২৬৬০৬,
সাহেদুজ্জামান রিপন ,যুগ্মবার্তা সম্পাদক ,মোবাইল:০১৭২৩০০৪৩০০,
অধ্যক্ষ মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।
No comments: