শিরোনাম

    3:1

Sponsor



Slider

  1. 1
  2. 2
  3. 3
  4. 4

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » পেয়ারা ফলবে টবের ছোট গাছেই, কী ভাবে মাটি তৈরি করবেন, জানুন পরিচর্যার নিয়ম




পেয়ারা ফলবে টবের ছোট গাছেই, কী ভাবে মাটি তৈরি করবেন, জানুন পরিচর্যার নিয়ম সূর্যালোক: বারান্দা অথবা ছাদ— যে জায়গাতেই পেয়ারা গাছটি রাখবেন, সেখানে যেন যথাযথ রোদ পড়ে। এই গাছের বেড়ে ওঠার জন্য দৈনিক অন্তত ৬-৮ ঘণ্টা সূর্যালোকের দরকার। জল: গাছের জন্য প্রয়োজনীয় জলের দরকার ঠিকই, তবে গোড়ায় জল বসলে গাছের ক্ষতি। সে কারণে মাটি প্রস্তুতির সময় বালি মাটি মেশাতে হয় বা বালি ব্যবহারের দরকার পড়ে। টবে নীচের ছিদ্রমুখ যেন খোলা থাকে, যাতে অতিরিক্ত জল বেরিয়ে যেতে পারে। বিশেষত বর্ষায় গাছের গোড়ায় যাতে জল না জমে, খেয়াল রাখা দরকার। · পেয়ারা গাছে ফলন বাড়াতে গেলে সঠিক কৌশলে ডালপালা ছাঁটতে হবে। পেয়ারা গাছ লম্বায় বড় হতে দিলে ফলের সংখ্যা কমতে পারে। ছোট গাছে বেশি ফলন পেতে হলে লম্বা ডাল বেঁকিয়ে দড়ির সাহায্যে মূল কাণ্ডের সঙ্গে বেঁধে দিতে পারেন। · পুরনো ডালপালা ছাঁটলে নতুন শাখা বেরোবে। ফলও তাতে বেশি ধরবে। তবে শক্তপোক্ত শাখাই ছাঁটতে হবে, অপরিণত ডাল কাটা যাবে না। · গাছে ফুল এলে কীটনাশক ব্যবহার না করাই ভাল। পেয়ারা ধরলে বিশেষ যত্নের দরকার। ফুল আসার আগেই তাই বাজারচলতি কীটনাশক বা ছত্রাকনাশক পরিমাণ বুঝে স্প্রে করতে হবে। এতে পোকা ধরার আশঙ্কা কমবে। · গাছ বেড়ে ওঠার সময় সারের প্রয়োজন। সর্ষের খোল, নিমখোলের মতো সার এক বা দেড় মাস অল্প পরিমাণে দিতে হবে। এ ছাড়াও গোবর সার বা ভার্মি কম্পোস্ট প্রয়োগ করা যায়। গাছের আকার অনুযায়ী সারের পরিমাণ নির্ধারণ করতে হবে। · ফল হলেও তাতে পোকা হয় অনেক সময়। ফল বড় হলে একটা পাতলা প্লাস্টিক আবরণ হিসাবে ফলের গায়ে বেঁধে দিতে পারেন। এতে চট করে পোকা ধরবে না। গ্রন্থনা: মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
বাড়ির টবে মিষ্টি কুমড়ো ফলাতে চান? জেনে নিন সহজ কৌশল
Pages 22123456 »

No comments:

Leave a Reply