শিরোনাম

    3:19 PM

Sponsor



Slider

  1. 1
  2. 2
  3. 3
  4. 4

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » আচমকা মানি প্ল্যান্টের পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে? কী করে গাছ বাঁচাবেন?




আচমকা মানি প্ল্যান্টের পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে? কী করে গাছ বাঁচাবেন?

জল: অতিরিক্ত জলের জন্যও মানি প্ল্যান্টের পাতা হলুদ হয়ে যেতে পারে। এমনিতে এই গাছ কম যত্নেই বেড়ে ওঠে। জলও খুব বেশি দিতে হয় না। তবে গোড়ায় জল বসলে, পাতা হলদে হয়ে যেতে পারে। জল দেওয়ার আগে দেখে নেওয়া দরকার টবের মাটি শুকনো কি না। ভিজে থাকলে জল দেওয়া যাবে না। পাশাপাশি টবের জল নিষ্কাশন ব্যবস্থাও ভাল হওয়া দরকার। আর্দ্রতার হেরফের: ঘরে যে জায়গায় গাছ রেখেছেন সেখানে দীর্ঘ ক্ষণ এসি চললে আর্দ্রতা কমে যেতে পারে। তার প্রভাব পড়তে পারে গাছেও। শুধু হলুদ নয়, কখনও কখনও মানি প্ল্যান্টের পাতা বাদামি হয়ে শুকিয়ে যায়। সূর্যালোক: অন্দরে বেড়ে ওঠে বলে এই গাছের জন্য একেবারে সূর্যালোকের দরকার নেই তা কিন্তু নয়। বরং গাছটি রাখুন জানলার ধারে। যেখানে হালকা রোদ, আলো-হাওয়া আসে। পর্যাপ্ত সূর্যালোকের অভাবেও গাছের পাতা হলুদ হয়ে ঝরে যেতে পারে। পুষ্টির অভাব: গাছ তার বেড়ে ওঠার পুষ্টি পায় মাটি থেকে। জৈব বা বাজারচলতি রাসায়নিক সার মানি প্ল্যান্টে দেওয়া যায়। তবে তার মাপ ঠিক হওয়া দরকার। মাসে এক বার পরিমিত সার প্রয়োগ করতে পারেন। সার হিসাবে চায়ের জল ব্যবহার করা যায়। পোকার আক্রমণ: মানিপ্ল্যান্টে মিলি বাগ্‌স, স্পাইডার মাইটসের আক্রমণ হলেও গাছের পাতার রঙে পরিবর্তন আসতে পারে। গাছ শুকিয়ে পাতা ঝরে যেতে পারে। এ ক্ষেত্রে সমাধান হল নিম জল স্প্রে করা। সাবান জলও গাছে স্প্রে করতে পারেন। মানি প্ল্যান্টের পাতা হলুদ হয়ে গেলে, আগে তার কারণ খুঁজতে হবে। কারণ অনুযায়ী সমাধানের উপায় বার করতে হবে। গ্রন্থনা: মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
বাড়ির টবে মিষ্টি কুমড়ো ফলাতে চান? জেনে নিন সহজ কৌশল
»
Previous
চৈত্র মাস পুঁইশাক লাগানোর ভালো সময়
Pages 22123456 »

No comments:

Leave a Reply