শিরোনাম

    5:11 PM

Sponsor



Slider

  1. 1
  2. 2
  3. 3
  4. 4

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » গাংনীর খেতের জমিতেই নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ টমেটো, কৃষকের মাথায় হাত!




গাংনীর খেতের জমিতেই নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ টমেটো, কৃষকের মাথায় হাত! গাছে থেকে পাকা টমেটো জমিতেই পড়ে নষ্ট হচ্ছে। কিন্তু সেই টমেটো তুলে বাজারজাতকরণের কোন আগ্রহ নেই কৃষকের। ফলে খেতের জমিতেই নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ টমেটো। স্থানীয় কৃষকরা বলছেন, একদিকে ক্ষতির পাল্লা ভারী না করতে জমি থেকে টমেটো যেমন তোলা হচ্ছে না, অন্যদিকে প্রচন্ড গরমের কারণে জমিতে টমেটো রাখাও যাচ্ছে না। ফলে পচে গলে নষ্ট হচ্ছে অতিকষ্টের বিপুল পরিমাণ টমেটো। জমি পরিষ্কার করতে মালিকের অনুরোধে অনেকেই মাঠ থেকে টমেটো তুলে নিয়ে যাচ্ছে গরুর খাদ্য হিসেবে। এক মণ টমেটো বিক্রি করে যে টাকা পাওয়া যায়, তার চেয়ে বেশি খরচ হচ্ছে বাজারজাত করতে। এতে বড় অংকের টাকা লোকসান গুনতে হচ্ছে তাদের। অধিকাংশ কৃষক সার, কীটনাশক ও সেচের টাকা বাকি রেখে উৎপাদিত ফসল বিক্রি করে টাকা পরিশোধ করে থাকে। এ বছর বাজারে টমেটোর দামের পতন ঘটায় কৃষকরা পড়েছে ভীষণ দূঃচিন্তায়, হতাশার কাটছে প্রতিটি মুহূর্ত। কাজিপুর গ্রামের কৃষক নাড়ু আলীর ছেলে কালু দুই বিঘা জমিতে প্রায় পয়ত্রিশ হাজার টাকা বিনিয়োগ করে টমেটো চাষ করেছিলেন। পাইকারি ক্রেতারা আগ্রহ দেখাচ্ছেন না, যার ফলে খেতেই পচে গলে নষ্ট হয়ে যাচ্ছে কষ্টের টমেটো। একই কথা জানিয়েছেন কাজিপুর আলম বাজার এলাকার আয়নাল হকের ছেলে নজরুল ইসলাম, কৃষক কেটু ও সোহরাব হোসেন। সাহারবাটি গ্রামের জাব্বারুল ইসলাম জানান, দুই বিঘা জমির ফসল তুলতেই পারছেন না। এক ক্যারেট (পচিশ কেজি) টমেটো খেত থেকে তুলে বাজারে নিতে চল্লিশ টাকা খরচ হয়, অথচ বাজারে তা বিক্রি করতে হচ্ছে মাত্র পঞ্চাশ টাকায়। লোকসানের বোঝা মাথায় নিয়ে অনেক কৃষক টমেটো তোলাই বন্ধ করে দিয়েছেন। গ্রন্থনা: মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
ফিলিস্তিনিদের ওপর দখলদার ইসরাইলের অমানবিক হামলার প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত
»
Previous
মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরী স্কুলের এসএসসি-একুশ ফ্রেন্ডস চ্যারিটি আটচল্লিশ টি গরীব-দুস্থ পরিবার কে ঈদ উপহার বিতরণ
Pages 22123456 »

No comments:

Leave a Reply