Sponsor



Slider

  1. 1
  2. 2
  3. 3
  4. 4

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » নয়নতারার ওষুধি ব্যবহার




নয়নতারার ওষুধি ব্যবহার: ১। বিষাক্ত ক্ষত ও ঘা: শরীরে কোনো অঙ্গ কেটে গেলে কিংবা ঘা যদি বিষাক্ত হয়ে যায়, তবে দুটো নয়নতারা গাছের রস প্রয়োগ করলে খুবই সুফল পাওয়া যায়। রোজ একবার করে কচি ডাল ও পাতা বেটে, তার রস দিয়ে ঘা ধুয়ে রাখতে হবে। সাত দিন ব্যবহার করলে বিষদোষ নষ্ট হবে এবং ঘা শুকিয়ে যাবে। ২। রক্তের চাপ বাড়লে: রক্তচাপ বাড়লে পাঁচ মিলি-লিটার নয়নতারা গাছের মূলের টাটকা রস সকালে খালি পেটে একবার খেতে হবে। তিন-চার দিন খেলেই কিছুটা উপকার পাওয়া যাবে। ৩। বহুমূত্র রোগে: প্রতিদিন সকালে সাদা নয়নতারা ফল গাছের দুটি পাতা খালি পেটে চিবিয়ে খেলে এ রোগ মোটেই বাড়তে পারে না। যাদের দাঁত নেই তারা পাতাকে সামান্য পানি দিয়ে বেটে এক চামচ পরিমাণ রস খাবেন। নয়নতারা পাতা নিয়মিত খেলে বহুমূত্র রোগ নিয়ন্ত্রণে থাকে। ৪। লিউকেমিয়া: একটি অসাধ্যের পর্যায়ভূক্ত রোগ। আয়ূর্বেদীয় শাস্ত্রমতে এটি রক্তবহ স্রোতের ব্যাধি। এক্ষেত্রে নয়নতারা ভেষজটির ব্যবহার রোগটিকে প্রতিহত করতে সাহায্য করে। ৫। মেধার গ্রহণ ও সঞ্চালন শক্তি ঠিক থাকলেও ধারণ শক্তি ক্রমশঃ কমে গেলে মেধার হ্রাস হয়েছে বলা হয়। এক্ষেত্রে নয়নতারা ক্বাথ নিয়মিত মাসখানেক সেবন করলে খুব দ্রুত ফল পাওয়া যায়। ৬। কীট দংশনে বা বোলতা, ভিমরুল, মৌমাছি বা ভোমরার হুলের জ্বালা ও যন্ত্রণার হাত থেকে আশু উপকার পেতে হলে নয়নতারার পাতা থেতো করে সে রসটা লাগাতে হবে।গ্রন্থনা: মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
লুপাস রোগের লক্ষণ
»
Previous
মানসিক রোগী : গর্ত দেখলেই আমার মনে হয় আমি এর নিচে চলে যাবো
Pages 22123456 »

No comments:

Leave a Reply