পুরুষ ঘোড়া মাছি (হর্সফ্লাই) পৃথিবীর সবচেয়ে দ্রুততম উড়ন্ত পতঙ্
পুরুষ ঘোড়া মাছি (হর্সফ্লাই) পৃথিবীর সবচেয়ে দ্রুততম উড়ন্ত পতঙ্গ। প্রতি ঘণ্টায় এটির গতি আনুমানিক ১ শত পয়তাল্লিশ কিলোমিটার ( নব্বই মাইল) পর্যন্ত। পেটে রঙিন কমলা রঙের চিহ্নের কারণে এই মাছিকে খুব সহজেই অন্যান্য মাছি থেকে আলাদা করা হয়। মেরু অঞ্চল ছাড়া সারা বিশ্বে এদের দেখা পাওয়া যায়।ঘোড়া মাছি সত্যিকার অর্থে একপ্রকার মাছি যেটা ডিপ্টেরা পর্বের টাবানিডী ফ্যামিলির অন্তর্গত । এরা আকারে বড় হয় এবং খুব দ্রুত উড়ে। স্ত্রী ঘোড়া মাছিরা রক্ত খাওয়ার জন্য মানুষ বা প্রানীদের কামড়ায়।এরা অন্ধকার বা ছায়া এড়িয়ে সূর্যের আলোতে উড়তে পছন্দ করে এবং রাতের বেলায় অকর্মঠ থাকে। এই মাছিদের সামান্য কিছু প্রজাতি বসতিহীন দ্বীপ ও মেরু অঞ্চলে বাস করে আর বাকিরা সাধারণত সবখানে থাকে।গ্রন্থনা: মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।
No comments: