শিরোনাম

Sponsor



Slider

  1. 1
  2. 2
  3. 3
  4. 4

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » মেহেরপুরে ধর্ষণ মামলার আসামি জামিন হয়ে বাদিকে ব্লাকমেইল-পুলিশের পক্ষপাতিত্বের অভিযোগে থানা ঘেরাও ও বিক্ষোভ মিছিল করে ছাত্র - জনতা পরে এস আই সাময়িক বরখাস্ত




মেহেরপুরে ধর্ষণ মামলার আসামি জামিন হয়ে বাদিকে ব্লাকমেইল-পুলিশের পক্ষপাতিত্বের অভিযোগে থানা ঘেরাও ও বিক্ষোভ মিছিল করে ছাত্র - জনতা পরে এস আই সাময়িক বরখাস্ত মেহেরপুরের ৯ বছর বয়সী প্রতিবন্ধী শিশুকে ধর্ষন মামলার আসামি জামিন পেয়ে মামলার বাদীকে ব্ল্যাকমেইল করে আসামি সহ আসামি পক্ষের লোকজন। এর প্রতিকার চেয়ে বৃহস্পতিবার বাদী মেহেরপুর সদর থানায় অভিযোগ দিলে পুলিশের এস আই সুজয় কুমার মল্লিক অভিযুক্ত ধর্ষক কে বাঁচাতে পক্ষপাতিত্ব করেছেন বলে অভিযোগ উঠে।বৃহস্পতিবার রাতে অভিযোগের ভিত্তিতে সদর থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল ও অবস্থান নেয় ছাত্র - জনতা। জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর মেহেরপুর সদর উপজেলার একটি আশ্রয়ন প্রকল্পের ঘরে বসবাসকারী ৯ বছরের প্রতিবন্ধী শিশুকে ধর্ষন করে মদনাডাঙ্গা গ্রামের বায়েজিদ নামের এক যুবক। এই ধর্ষনের সময় ভিডিও ধারন করেন ধর্ষক বায়েজিদের সাথে থাকা আলামিন হোসেন। এই ঘটনায় শিশুটির মাতা বাদী হয়ে গত বছরের ৯ সেপ্টেম্বর বায়েজিদ, তার পিতা বরকত আলী ও বায়েজিদের সাথি আলামিন হোসেন নামের ৩ জনের নামে আদালতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। আসামিরা আটক হয়ে কয়েক মাস হাজতবাসের পর জামিনে মুক্ত হয়। জামিন মুক্ত হয়ে ফিরে এসে ধর্ষক বায়েজিদ ধর্ষনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের হুমকি দিয়ে বাদীকে মামলা তুলে নিতে বলে বায়েজিদ সহ আসামিরা। ব্ল্যাকমেইল করে ভুক্তভোগীর পরিবারের কাছ পঞ্চাশ হাজার টাকা ও নিয়েছে ধর্ষকদের দল। এরপর এক পর্যায়ে এই ভিডিও ধর্ষকরা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেয়। এ ঘটনায় ধর্ষন মামলার প্রতিকার চেয়ে মেহেরপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ মিমাংসার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় সদর থানার এস আই সুজয় কুমার মল্লিক সদর থানার গোলঘরে উভয় পক্ষকে নিয়ে বসেন। এ সময় এস আই সুজয় কুমার মল্লিক ধর্ষন মামলার আসামিদের পক্ষ থেকে বাদীকে চাপ প্রয়োগ করতে থাকেন। স সময় ভুক্তভোগী পরিবারের কাছ থেকে মেহেরপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা খবর পেয়ে সদর থানায় গিয়ে ঘটনার প্রতিবাদ করেন মেহেরপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সিয়াম ও তুষার। এতে ক্ষিপ্ত হয়ে এস আই সুজয় কুমার মল্লিক থানার গোলঘরের মধ্যেই সিয়াম ও তুষারের ওপর চড়াও হয়। তৎক্ষনাৎ এ খবর ছড়িয়ে পড়লে ছাত্র - জনতা ঐক্যবদ্ধ হয়ে বৃহস্পতিবার রাতেই মেহেরপুর সদর থানা ঘেরাও করে প্রতিবাদ করে। তারা এস আই সুজয় কুমার মল্লিক ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক সাজার দাবীতে থানার ভিতর ও থানার আসেপাশের এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল অব্যাহত রাখে ছাত্র - জনতা। রাতে মেহেরপুর সদর থানার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেনাবাহিনী খবর পেয়ে সেনাবাহিনীর একটি থানায় এসে উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। রাতে মেহেরপুর পুলিশ সুপার মাকসুদা আখতার খানম সদর থানায় উপস্থিত হয়ে বক্তব্য দেবার সময় বিক্ষুব্ধ ছাত্র - জনতা ভুয়া ভুয়া বলে শ্লোগান দিয়ে পুলিশ সুপারের বক্তব্য প্রত্যাখান করেন। গভীর রাতে শেষ পর্যন্ত ( শুক্রবার দিবাগতরাত) ছাত্র - জনতা ৩ টি শর্তের মধ্যে সমাধানের জন্য পুলিশ সুপার কে ১ ঘন্টা সময় বেধে দেয়। গভীর রাতে ( শুক্রবার দিবাগত রাত) পুলিশ সুপার মাকসুদা আখতার খানম এস আই সুজয় কুমার মল্লিক কে ক্লোজ ( সাময়িক বরখাস্ত) করে পুলিশ লাইনে সংযুক্ত করার ঘোষণা দিলে ছাত্র - জনতারা সদর থানা ত্যাগ করে। এ ব্যাপারে পুলিশ সুপার মাকসুদা আখতার খানম গভীর রাতে সদর থানায় উপস্থিত ছাত্র - জনতা ও সাংবাদিকদের বলেন, মেহেরপুর সদর থানা পুলিশের এস আই সুজয় কুমার মল্লিক কে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে এবং উল্লেখিত ঘটনায় অভিযুক্ত ২ জনকে রাতেই আটক করা হয়েছে।মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগা জোগ করুন :: আসফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক ,মোবাইল:০১৭২২২২৬৬০৬, সাহেদুজ্জামান রিপন ,যুগ্মবার্তা সম্পাদক ,মোবাইল:০১৭২৩০০৪৩০০, মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
শুষনী শাকের রস পরিমিত মাত্রায় গরম করে পান করলে শ্বাসকষ্ট দূর হয় এবং ভালো ঘুম হয়।
»
Previous
মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে অবস্থিত এবি ব্রিকস বন্ধ করে ৪ লাখ টাকা জরিমানা
Pages 22123456 »

No comments:

Leave a Reply