Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » প্রাণীদের নিয়ে মজার তথ্য




প্রাণীদের নিয়ে মজার তথ্য আজ আপনাদের প্রাণীজগতের কিছু তথ্য দেয়া হলো- ১) উটপাখি ঘোড়ার চাইতেও দ্রুত দৌড়াতে পারে। পুরুষ উটপাখি গর্জন ছুড়তে পারে অবিকল সিংহের মতই। ২) স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে কেবলমাত্র বাদুর উড়তে পারে। ৩) ক্যাঙ্গারু তার পেছনের লেজের ওপর ভর করে দাঁড়ায়, লাফিয়ে চলে। যদি আপনি এর লেজটি তুলে ধরেন, তাহলে এটি আর মাটির ওপর দাঁড়িয়ে থাকতে পারবে না। ৪) গড়ে একটি সবুজ অঞ্চলে প্রতি একরে পঞ্চাশ হাজার মাকড়শা বসবাস করে। ৫) হাতিরা প্রায় ৩ মাইল দূর থেকেও পানির উৎসের জানান পায়। ৬) আপনি জানেন কি? পৃথিবীতে প্রত্যেক মানুষের বিপরীতে দশ লক্ষ পিঁপড়ে বাস করে। এরা কখনো ঘুমায় না এবং এদের কোন লাংস নেই। ৭) প্রজাপতির দুটি যৌগিক চোখ হাজারো লেন্সের সমন্বয়ে তৈরি কিন্তু এরা লাল, সবুজ ও হলুদ ছাড়া অন্য কোন রং দেখতে পায় না। ৮) একটি শামূক তার চোখ হারালে সেটি আবার জন্মাতে পারে। ৯) মানুষের হাতের আঙ্গুলের ছাপের মত একটি কুকুরের নাকের ছাপও খুব গুরুত্বপূর্ণ। নাকের ছাপের সাহায্যে কুকুর শনাক্ত করা যায়। (দশ) পাখিদের মাঝে হামিংবার্ডই হচ্ছে একমাত্র পাখি সেটি উল্টোদিকে উড়তে পারে এবং সেকেন্ডে আশি বার ডানা ঝাপটাতে পারে। গ্রন্থনা: মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply