Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » পিত্তথলির রোগ পিত্তথলির থলের কথা




কথিত আছে, সার্জনদের ব্রেড অ্যান্ড বাটার হচ্ছে পিত্তথলি। প্রতিদিনের অপারেশন তালিকার শুরুতে পিত্তথলিতে অপারেশন এক বা একাধিক থাকবেই। পিত্তরসের ধরন, বিভিন্ন জীবাণু সংক্রমণ, চর্বিযুক্ত খাবার ও রক্তকোষ ভেঙে যাওয়ার কারণে সাধারণত পিত্তথলিতে পাথর হয়। পিত্তথলির রোগগুলো পিত্ত পাথর, পিত্ত ক্যান্সার, পিত্ত সংক্রমণ (পাথর দিয়ে অথবা পাথরবিহীন) এছাড়া পিত্ত পাথরের বিভিন্ন জটিলতা। রোগের লক্ষণ পেটের ডানদিকের উপরিভাগে ব্যথা, পিঠের দিকে ডান পাশে ব্যথা। সময়ে সময়ে ব্যথা ডান কাঁধে উপলব্ধি করা, পেট ফাঁপা, চর্বি জাতীয় খাবারে অস্বস্তি অনুভব হওয়া, জন্ডিস, জ্বর, বমি ভাব, বমি হওয়া ইত্যাদি লক্ষণ দেখা দেয়। অনেক সময় পিত্ত ক্যান্সার শুধু জন্ডিস ও উল্লেখ্য লক্ষণগুলো মৃদু আকারেও দেখা যায়। মনে রাখতে হবে, পিত্তথলির ক্যান্সার যখন ধরা পড়ে, তখন অনেকাংশেই চিকিৎসার পরিধিকে ছাড়িয়ে যায় এবং কোনোভাবেই ছয় মাসের অধিক রোগী বেঁচে থাকে না। তাই পিত্তথলির সমস্যায় সাবধানতার সঙ্গে সুচিন্তিত ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিছু ক্ষেত্রে ল্যাপারোস্কপি করতে অসুবিধা হলে পেট কেটেই অপারেশন করতে হয়। অভিজ্ঞতার অভাব থাকলে পিত্তনালির ইনজুরিসহ নানাবিধ জটিলতাসহ তখন জীবন সংকটাপন্নও হয়ে উঠতে পারে। তাই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে সঠিক চিকিৎসা নিন। লেখক: জেনারেল, ল্যাপারোস্কপিক, কলোরেক্টাল ও ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন, ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply