Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » মেহেরপুর পৌরসভার অলি-গলিতে দিনে রাতে অবাধে গরুর পাল দাঁপিয়ে বেড়াচ্ছে।




মেহেরপুর পৌরসভার অলি-গলিতে দিনে রাতে অবাধে গরুর পাল দাঁপিয়ে বেড়াচ্ছে। মেহেরপুর পৌরসভার কলেজ সড়ক, বড়বাজার প্রধান সড়ক, হোটেল বাজার, মহিলা কলেজ সড়ক, শহীদ আজর সড়ক, স্টেডিয়াম সড়কসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে গরুর অবাধ বিচরণ চারণ ভুমিতে পরিণত হয়েছে ।মেহেরপুর শহরের অলি-গলিতে গরুর পাল দাঁপিয়ে বেড়াচ্ছে । মেহেরপুর পৌরসভা শহরের প্রাণ কেন্দ্রের প্রধান প্রধান সড়ক গরুগুলো দিনে রাতে অবাধে শহরে বিচরণ করছে । গত চার বছর তারা রাজনৈতিক ছত্রছায়ায় গৃহপালিত গরু শহরে ছেড়ে পালন করে আসছিল । সেই ধারা এখনো ও তার অব্যহত রেখেছে ।তাই পরিবেশ নষ্টের সঙ্গে যান ও পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে। তবুও তাদের টনক নড়ছে না ।গত মাসে মেহেরপুর পৌর প্রশাসক মাইকিং করে নিজ নিজ বাড়িতে গবাদিপশু পালন করার জন্য অনুরোধ জানায়। পৌর আইনে ফসল বিনাশ করার আশঙ্কা রয়েছে, এমন অবাধে বিচরণকারী গবাদিপশুও খোঁয়াড়ে আটক রাখার বিধান রয়েছে ।এ ব্যাপারে মেহেরপুর পৌর সভা কেন উদাসীন তাই নিয়ে জন মনে সংখা রয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply