Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ঘুমোতে যাওয়ার আগে গরম তেল মালিশ করেও গাঁটের ব্যথা কমছে না! কোথায় ভুল হচ্ছে?




ঘুমোতে যাওয়ার আগে গরম তেল মালিশ করেও গাঁটের ব্যথা কমছে না! কোথায় ভুল হচ্ছে? শরীরের বিভিন্ন অস্থিসন্ধি লাল হয়ে ফুলেও যেতে পারে। ১) শরীরচর্চা বন্ধ? শীতের সকালে লেপ-কম্বলের ‘ওম’ ছেড়ে বেরোনোই দায়। তায় আবার সকালে উঠে ব্যায়াম করা! চিকিৎসকেরা বলছেন, শরীরচর্চার অভাবে অস্থিসন্ধির নমনীয়তা নষ্ট হয়। তাই ব্যথা-বেদনা তীব্র আকার ধারণ করতে পারে। ২) ভুল জুতোয় পা গলাচ্ছেন? অন্যের জুতো নয়, নিজেরই জুতো পরেছেন। তা সত্ত্বেও অস্থিসন্ধির ব্যথা বাড়ছে! চিকিৎসকেরা বলছেন, সব ধরনের জুতো সব পায়ের উপযুক্ত নয়। তাই পায়ের পাতার সঠিক মাপ, সুবিধা-অসুবিধা না বুঝে যে কোনও জুতোয় পা গলালে কোমর, হাঁটু, গোড়ালির ব্যথা মারাত্মক আকার ধারণ করতে পারে। ৩) গরম পোশাক পরছেন? প্রবল ঠান্ডায় শরীরে রক্ত চলাচলের স্বাভাবিক গতি শ্লথ হয়ে পড়ে। ফলে অস্থিসন্ধির নমনীয়তা নষ্ট হয়। তাই গরম পোশাক পরা প্রয়োজন। যাঁদের অস্থিসন্ধিতে প্রদাহজনিত সমস্যা রয়েছে, তাঁদের অস্থিসন্ধির প্রতি আরও বেশি যত্নবান হতে হবে। ৪) ঠান্ডা জলে স্নান করছেন? আবার, সারা বছর ঠান্ডা জলে স্নান করার অভ্যাস অনেকের কাছে সব রোগের ‘দাওয়াই’-এর মতো। যাঁদের শরীরে ব্যথা-বেদনা রয়েছে, তাঁরাও যদি কনকনে ঠান্ডা জলে রোজ স্নান করেন, তা হলে সমস্যা বাড়বে বই কমবে না। গ্রন্থনা: মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply