মুজিবনগরের যতারপুর মাঠে গাংনীর রুয়ের কান্দী একাদশ সাইত্রিশ রানে মেহেরপুরের পিরোজপুর একাদশকে পরাজিত করেছে।
মুজিবনগরের যতারপুর মাঠে গাংনীর রুয়ের কান্দী একাদশ সাইত্রিশ রানে মেহেরপুরের পিরোজপুর একাদশকে পরাজিত করেছে।
মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত খেলায় গাংনী উপজেলার রুয়ের কান্দী একাদশ সাইত্রিশ রানে মেহেরপুরের পিরোজপুর একাদশকে পরাজিত করে। টস জিতে রুয়ের কান্দীর অধিনায়ক ব্যাটিং এর সিদ্ধান্ত নেই। প্রথমে ব্যাট করতে নেমে রুয়ের কান্দী চৌদ্দ ওভারে ৯ উইকেট হারিয়ে ১শত তেতাল্লিশ রান সংগ্রহ করে।দলের পক্ষে আপন চুয়ান্ন রান করেন। জবাবে খেলতে নামে পিরোজপুর তেরো দশমিক দুই ওভারের দশ উইকেট হারিয়ে ১শত ছয় রান সংগ্রহ করে। দলের পক্ষে জুয়েল আটত্রিশ রান করেন।
রুয়ের কান্দীর সাজু ৫ টি উইকেট লাভ করে।খেলায় আপন ম্যান অব দ্যা ম্যাচ এবং সাজু গেম চেঞ্জার এর পুরস্কার লাভ করেন। এবং অপারাজিত দলের সেরা খেলোয়ার নির্বাচিত হয় সানী।মেহেদী হাসান,মিনারুল ইসলাম,রশিদুল ইসলাম ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন। তানভীর এবং রিমন ও আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগা যোগ করুন ::
আসফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক ,মোবাইল:০১৭২২২২৬৬০৬,
সাহেদুজ্জামান রিপন ,যুগ্মবার্তা সম্পাদক ,মোবাইল:০১৭২৩০০৪৩০০,
শহিদুল ইসলাম সাইদুল,বিশেষ প্রতিনিধি , মোবাইল:০১৬৭০১৯৯৯৫৫,
মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।
No comments: