Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » গাংনী উপজেলার বামন্দীতে সহড়াতলা ভলিবল দল প্রতিপক্ষ গাংনী ভলিবল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন।




গাংনী উপজেলার বামন্দীতে সহড়াতলা ভলিবল দল প্রতিপক্ষ গাংনী ভলিবল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন। বামন্দী যুব সম্প্রদায় ও বামন্দী নিশিপুর গ্রামবাসীর সহযোগিতায় শনিবার একদিনের ভলিবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ৮ টি দল নিয়ে নক আউট পদ্ধতিতে বামন্দী-নিশিপুর স্কুল এন্ড কলেজের ঐতিহ্যবাহী ফুটবল মাঠে টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। দিনব্যাপী খেলায় সহড়াতলা প্রগতি লাঠিয়াল ভলিবল দল প্রতিপক্ষ গাংনী ভলিবল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শ্বাসরুদ্ধকর ম্যাচে ২-১ সেটে গাংনী ভলিবল একাডেমি দলকে পরাজিত করে বিজয় লাভ করেছে। খেলায় গাংনী ভলিবল একাডেমী, রাজনগর ভলিবল দল,ঢেপা ভলিবল দল,জামজামি ভলিবল দল, সিরাজনগর ভলিবল দল, বাগোয়ান ভলিবল দল-১, বাগোয়ান ভলিবল দল-২, সহড়াতলা প্রগতি লাঠিয়াল ভলিবল দল অংশগ্রহণ করে। লটারীর মাধ্যমে প্রতিদ্বন্দ্বী দল নির্ধারণ করা হয়। টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ঘোষণা করেন, বামন্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মেহেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল বিশ্বাস। তিনি উদ্বোধনের আগে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন। তিনি এসময় বলেন, এই ঐতিহ্যবাহী মাঠে দীর্ঘ পনোরো বছর কোন খেলাধূলা হয়নি। বামন্দী শহরের প্রয়াত মালেক হোসেন চপল যুব সমাজকে মাদক ও নেশা জাতীয় দ্রব্য থেকে খেলামুখী করার জন্য বামন্দীর যুব সমাজকে সাথে নিয়ে মাঠটি সংস্কার করেছে। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। খেলা ধুলাতে যুব সমাজকে সম্পৃক্ত করতে আমাদের নানা ধরণের কর্মসূচি ইতোমধ্যে হাতে নেয়া হয়েছে। আমরা সকলের সহযোগিতা কামনা করছি। খেলা শেষে ভলিবল টুর্ণামেন্টে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রাইজমানি হিসেবে চ্যাম্পিয়ন বিজয়ী দল কে- পনোরো হাজার টাকা এবং রানার্স আপ বিজিত দলকে ১০হাজার টাকা নগদ প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বামন্দী নিশিপুর স্কুল এন্ড কলেজের সাবেক ক্রীড়া শিক্ষক সিরাজুল হক, বামন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রাশিদুল ইসলাম সোহাগ, স্বেচ্ছাসেবকদলের গাংনী উপজেলা সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী হারুনর রশীদ বাচ্চু, বিশিষ্ট ব্যবসায়ী মহিবুল ইসলাম পলাশ, বামন্দী ইউপির প্যানেল চেয়ারম্যান শাহ আলম, বামন্দী নিশিপুর স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সাজ্জাদুল আলম স্বপন, গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের সাবেক ক্রীড়া শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় আশরাফুল হক (গেম স্যার), সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ। ভলিবল খেলা পরিচালনা করেন, বাফুফের প্রশিক্ষণপ্রাপ্ত রেফারী মাহবুবুল হক মাহবুব, মনিরুল ইসলাম ও সাইফুল ইসলাম টুটুল প্রমুখ। টুর্ণামেন্টের সার্বিক তত্বাবধান ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, বামন্দী যুব সমাজের আইকন ও উদ্যোক্তা টিম ম্যানেজমেন্টকারী লেমন হোসেন। এছাড়াও টুর্ণামেন্টের ধারাভাষ্য প্রদান করেন, বিশিষ্ট ক্রীড়া সংগঠক সুলেরী আলভী, সাইফুল ইসলাম টুটুল ও মাহবুবুল হক মাহবুব। স্কোরার হিসেবে দায়িত্ব পালন করেন , ক্রীড়াবিদ আমিরুল ইসলাম অল্ডাম ও আল আমিন হোসেন। খেলা পরিচালনার ক্ষেত্রে পরামর্শ ,দিক নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় ছিলেন, গাংনীর একঝাঁক ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ আমিরুল ইসলাম অল্ডাম, আলামিন হোসেন, জাতীয় ভলিবল দলের সাবেক কোচ আফজাল হোসেন প্রমুখ। খেলায় বিভিন্ন বয়সী হাজার হাজার দর্শক দিনব্যাপী খেলা উপভোগ করেন।মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগা যোগ করুন :: আসফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক ,মোবাইল:০১৭২২২২৬৬০৬, সাহেদুজ্জামান রিপন ,যুগ্মবার্তা সম্পাদক ,মোবাইল:০১৭২৩০০৪৩০০, শহিদুল ইসলাম সাইদুল,বিশেষ প্রতিনিধি , মোবাইল:০১৬৭০১৯৯৯৫৫, মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply