গমের পাতার মরিচা রোগ
লক্ষণ :
প্রথমে নীচের পাতাতে ছোট ছোট গোলাকার হলুদাভ দাগ পড়ে। পরবর্তীতে দাগ সমূহ মরিচার মত বাদামী বা কালচে রং এ পরিনত হয় । রোগের লক্ষণ প্রথমে নিচের পাতায় দেখা দেয় এবং ধীরে ধীরে সব পাতা ও কান্ডে দেখা দেয়।
প্রতিকারঃ
১. আকোনাজল বা ক্রিজল ১ মি.লি. বা টিল্ট-২৫০ ইসি (০.০৪%) ১ মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে বারো দিন পর পর ২-৩ বার স্প্রে করতে হবে ।
পরবর্তীতে যা যা করবেন না
১. বিলম্বে গম বপন করবেন না
পরবর্তীতে যা যা করবেন
১. রোগমুক্ত জমি হতে বীজ সংগ্রহ করতে হবে।
২. প্রতি কেজি গম বীজে ২.৫-৩.০ গ্রাম নোইন মিশিয়ে বীজ শোধন করতে হবে।
৩. ফসলের পরিত্যক্ত অংশ সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে।গ্রন্থনা: মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।
Tag: English News world Zilla News
No comments: