Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » জানা-অজানা: কঙ্গোতে এক বজ্রাঘাতে মৃত্যু একই দলের ১১ ফুটবলারের! আঁচড় লাগেনি প্রতিপক্ষের ১১ জন ফুটবলারের।




জানা-অজানা: কঙ্গোতে এক বজ্রাঘাতে মৃত্যু একই দলের ১১ ফুটবলারের! আঁচড় লাগেনি প্রতিপক্ষের ১১ জন ফুটবলারের। পৃথিবীতে এমন ঘটনা ঘটেছে, যার ব্যাখ্যা দেওয়ার সময় অনেকের মুখেই ‘কালা জাদু’র কথা উঠে এসেছে। উঠে এসেছে ‘কালা জাদু’ সংক্রান্ত ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি এবং লোকগাথার কথা। উনিশ শত আটানব্বই সালের অক্টোবর। কঙ্গোর কাসাই প্রদেশে একটি মাঠে মুখোমুখি হয়েছিল দুই ফুটবল দল। ‘বেনা শাদি’ বনাম ‘বসঙ্গা’। হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দুই দলই একটি করে গোল করেছে। কড় কড় শব্দ করে মাঠের মধ্যে ভয়ঙ্কর বজ্রপাত হয়। নিমেষে বজ্রাঘাতে মৃত্যু হয় এগারো জন ফুটবলারের। আহত হন গ্যালারিতে বসে থাকা প্রায় জনা ত্রিশ দর্শক। অবাক লাগলেও তেমনটাই নাকি ঘটেছিল। আশ্চর্যজনক ভাবে প্রতিপক্ষ দল ‘বসঙ্গা’র এক জন খেলোয়াড়েরও কোনও ক্ষতি হয়নি। কঙ্গোর রাজধীনা কিনশাহার দৈনিক ‘ল’অ্যাভনির’-এর প্রতিবেদনে সে সময় প্রকাশিত হয়, ‘‘একটি ফুটবল ম্যাচ চলাকালীন কুড়ি থেকে পয়ত্রিশ বছর বয়সি ১১ জন যুবকের বজ্রপাতের কারণে মৃত্যু হয়েছে।’ সেই খবর প্রকাশিত হওয়ার পরই হইচই পড়ে যায়। কিন্তু কেন এমনটা ঘটেছিল, তার উত্তর খুঁজতে গিয়ে যে তত্ত্ব সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল, তা হল ‘কালা জাদু’। অভিযোগ ওঠে, পরাজয়ের ভয়ে প্রতিপক্ষ দলেরই কোনও খেলোয়াড় নাকি ‘কালা জাদু’ প্রয়োগ করেছিলেন ‘বেনা শাদি’র খেলোয়াড়দের উপর। ওই বজ্রপাত সত্যিই ‘অন্য কোনও কারণে’ ছিল কি না তা জানা যায়নি। যদিও অনেকেই দাবি করেছিলেন, পুরো বিষয়টি নিছকই কাকতালীয় ছিল।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply