Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » মুজিবনগর উপজেলার যতারপুর ক্রিকেট টিমের উদ্যোগে মেহেরপুর ৯ নম্বর ওয়ার্ড জয় পেয়েছে।




মুজিবনগর উপজেলার যতারপুর ক্রিকেট টিমের উদ্যোগে মেহেরপুর ৯ নম্বর ওয়ার্ড জয় পেয়েছে। মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর ক্রিকেট টিমের উদ্যোগে, যতারপুর মাঠে অনুষ্ঠিত মরহুম মওলা বক্স (বেবি) চেয়ারম্যান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর ৯ নম্বর ওয়ার্ড জয় লাভ করেছে। সোমবার বিকালে অনুষ্ঠিত খেলায় মেহেরপুর ৯ নং নম্বর ওয়ার্ড ৫ উইকেটে শুভরাজপুর বর্ডার বয়েজকে পরাজিত করে। টস জিতে শুভরাজপুর অধিনায়ক ব্যাটিং এর সিদ্ধান্ত নেই। প্রথমে ব্যাট করতে নেমে শুভরাজপুর চৌদ্দ ওভারে ৯ উইকেট হারিয়ে ১ এক শত উনপঞ্চাশ রান সংগ্রহ করে।দলের পক্ষে সোহেল উনিত্রিশ রান করেন। জবাবে খেলতে নামে মেহেরপুর ৯ নম্বর ওয়ার্ড ৯.দশমিক ২ ওভারের ৫ উইকেট হারিয়ে ১ এক শত তেমান্ন রান সংগ্রহ করে। দলের পক্ষে রাজবা পঞ্চাশ রান এবং কিরণ চৌত্রিশ রান করেন। শুভরাজপুরের সাইদুল ৪ টি উইকেট লাভ করে। এ সময় ১ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আক্তারুজ্জামান খোকন এবং লাবিব আহম্মেদ ও লিজন প্রমুখ উপস্থিত ছিলেন।মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগা যোগ করুন ::






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply