Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » পাকস্থলীর প্যারালাইসিস গ্যাস্ট্রোপেরেসিস।




পাকস্থলীর প্যারালাইসিস গ্যাস্ট্রোপেরেসিস। গ্যাস্ট্রোপেরেসিসের কারণ ও তীব্রতার ওপর ভিত্তি করে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হয়। ডায়াবেটিসের কারণে ভেগাস নার্ভে সমস্যা হয়ে এ রোগ হলে রোগীদের প্রথম করণীয় হিসেবে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা জরুরি। পাশাপাশি গ্যাস্ট্রোপেরেসিসের ব্যথা কমাতে চিকিৎসকের পরামর্শে ননস্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্লামেটরি ওষুধ এবং ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেশেন্ট ওষুধ সেবন করা যেতে পারে। বমি ভাব নিয়ন্ত্রণে রাখতে প্রোমেথাজিন ও মেটোক্লোপ্রামাইড ওষুধ বিশেষ কার্যকর। এছাড়া এ রোগ উপশমে কিছু অ্যান্টিবায়োটিক ওষুধ রয়েছে, যা পাকস্থলীর পেশিগুলোকে সংকুচিত করে খাদ্য পরিপাকে সাহায্য করে। অনেক সময় রোগের তীব্রতা খুব বেশি ও দীর্ঘদিন হলে অস্ত্রোপচার বা গ্যাস্ট্রেক্টমি করার প্রয়োজন হতে পারে। প্রতিরোধে করণীয় গ্যাস্ট্রোপেরেসিস প্রতিরোধে দৈনন্দিন জীপনযাপনে আনতে হবে নিয়ন্ত্রণ এবং মেনে চলতে হবে কিছু নিয়ম। যেমন— একবারে বেশি না খেয়ে অল্প করে বারবার খেতে হবে খাবার ভালোভাবে চিবিয়ে খেতে হবে সহজে হজম হয় এমন খাবার খেতে হবে শাকসবজি, মাছ-মাংস ভালোভাবে সিদ্ধ করে রান্না করতে হবে পর্যাপ্ত পানি পান করতে হবে তরলের ঘাটতি পূরণে স্যুপ ও ফলের রস খাওয়া যেতে পারে খাবার খাওয়ার অন্তত ২-৩ ঘণ্টা পর ঘুমাতে যেতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে ধূমপান ও মদ্যপান ত্যাগ করতে হবে লেখক: মেডিসিন, পরিপাকতন্ত্র ও লিভার ব্যাধি বিশেষজ্ঞ






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply