Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » পাতার আকৃতি সাপের মতো বলে গাছটির নাম স্নেক প্ল্যান্ট




স্নেক প্ল্যান্ট! নিজের অজান্তেই পাচ্ছেন এই উপকারগুলি পাতার আকৃতি সাপের মতো বলে গাছটির নাম স্নেক প্ল্যান্ট বায়ু বিশুদ্ধকরণ অন্দরসজ্জার পাশাপাশি স্নেক প্ল্যান্ট ঘরের বাতাসকে বিশুদ্ধ করতে সাহায্য করে। মশার ধূপ, রান্নাঘর কিংবা বাথরুমের দূষণের ফলে ঘরের বাতাস দূষিত হয়ে যেতে পারে। সেই পরিস্থিতি থেকে রক্ষা করে স্নেক প্ল্যান্ট। রাতে স্নেক প্ল্যান্ট অক্সিজেন নির্গত করে, যা ভালো ঘুমের পক্ষে খুব উপকারী। মানসিক স্বাস্থ্যের পক্ষে ভালো স্নেক প্ল্যান্ট সহজে শুকোয় না। ধুলো এবং খুশকির মতো অ্যালার্জির প্রভাব কমাতে সাহায্য করে এই গাছ। বাতাস বিশুদ্ধ করার গুণ থাকায়, এই গাছ লাগালে মানসিক চাপ কমে। ফলে মন খারাপ দূর করতে এই গাছ সিদ্ধহস্ত। যত্ন লাগে না বছরের যে কোনও সময়েই স্নেক প্ল্যান্ট বসানো যায়। এর জন্য নির্দিষ্ট কোনও পরিবেশ কিংবা আবহাওয়ার প্রয়োজন নেই। বাড়ির বাইরে কিংবা ভিতরেও গাছ স্থাপন করা যায়। যে কোনও পরিবেশ বা আবহাওয়ার সঙ্গে এই গাছ খাপ খাইয়ে নিতে পারে। গাছটির জন্য ন্যূনতম যত্নের প্রয়োজন। অল্প জল, উজ্জ্বল কিংবা কম সূর্যালোকেও ভালো থাকে স্নেকপ্ল্যান্ট। প্রাকৃতিক হিউমিডিফায়ার স্নেক প্ল্যান্ট একটি প্রাকৃতিক হিউমিডিফায়ার। শ্বাস-প্রশ্বাসের সময় গাছ জলীয়বাষ্প নির্গমণ করে। বায়ু পরিশোধনের গুণ থাকায় হাঁপানি রোগীদের পক্ষে এই গাছ উপকারী। উৎপাদনশীলতা বাড়ায় অন্দরসজ্জায় স্নেক প্ল্যান্টের উপস্থিতি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। কীটপতঙ্গকে আকর্ষণ করে না অন্যান্য গাছপালার মতো স্নেক প্ল্যান্ট সাপ, কীটপতঙ্গকে আকর্ষণ করে না। ফলে ঘরে একটা ইতিবাচক পরিবেশ থাকে। অনেকে আবার স্নেক প্ল্যান্টকে সৌভাগ্যের প্রতীকও বলেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply