৩৩ কেন পাস মার্ক সাধারণত আমাদের পরীক্ষায় পাস মার্ক থাকে ১০০ তে ৩৩
সাধারণত আমাদের পরীক্ষায় পাস মার্ক থাকে একশত নম্বর থেকে তেতত্রিশ।
সতেরো সাতান্ন থেকে উনিশ শত সাতচল্লিশ পর্যন্ত প্রায় দুই শত বছরের শাসনকালকে ব্রিটিশ শাসন বলা হয়।তখনকার শিক্ষাব্যবস্থা মূলত মুখস্থবিদ্যার ওপর নির্ভরশীল ছিল।
লর্ড ক্যানিং ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল। তাঁর প্রচলন করা শিক্ষানীতিতে ছিল পাস মার্ক তেতত্রিশ। তোমরা এখন যারা যেটাকে এসএসসি পরীক্ষা নামে চেনো, সেটা আগে ম্যাট্রিক পরীক্ষা নামে পরিচিত ছিল। প্রথম ম্যাট্রিকুলেশন বা ম্যাট্রিক পরীক্ষা আঠারো শত আটান্ন সালে শুরু হয়েছিল।
ব্রিটিশ শাসকেরা ঠিক করেছিলেন, কীভাবে শিক্ষার্থীদের পাস করানো হবে। ব্রিটেনে তখন পাস করার জন্য পয়ষট্টি শতাংশ নম্বর প্রয়োজন হতো। কিন্তু ভারতীয় উপমহাদেশের শিক্ষার্থীদের জন্য তারা এটা অর্ধেকে নামিয়ে আনে। তারা মনে করত, এই অঞ্চলের মানুষের বুদ্ধিমত্তা ব্রিটিশদের তুলনায় অর্ধেক। সেই চিন্তাভাবনা থেকেই বত্রিশ দশমিক পাচ শতাংশ পাস নম্বর নির্ধারণ করা হয়। আঠারো শত আটান্ন থেকে আঠারো শত ষাট সাল পর্যন্ত পাস নম্বর বত্রিশ দশমিক পাচ শতাংশ ই ছিল। গণনার সুবিধার্থে আঠারো শত একষট্টি সালে সেটা বাড়িয়ে তেতত্রিশ করা হয়। সেই থেকে এই তেতত্রিশ নম্বরই পাস মার্ক হিসেবে বিবেচিত হয়।
গ্রন্থনা: মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।
Tag: English News Featured
No comments: