Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » গরুর বিকল্প পুষ্টিকর খাদ্য ও ক্যালসিয়াম সাপ্লিমেন্ট সরিষার শুকনো গাছ




গরুর বিকল্প পুষ্টিকর খাদ্য ও ক্যালসিয়াম সাপ্লিমেন্ট সরিষার শুকনো গাছ খাওয়ানোর নিয়ম সরিষা জমি থেকে সংগ্রহের সময় যদি গাছ উপড়ে তোলা হয় তাহলে, বীজ সংগ্রহ করার পরে অবশিষ্ট শুকনা গাছের গোড়ার শক্ত অংশ কেটে ফেলে দিতে হবে। এবার নরম অংশ এবং খোসা ভালো করে রোদে শুকিয়ে সংরক্ষণ করে সারা বছর খাওয়ানো যেতে পারে। শুকনা সরিষা গাছের নরম অংশ কুচি করে কেটেও গরুকে খাওয়ানো যেতে পারে। শুরুতে নতুন স্বাদের কারণে গরু খেতে না চাইলে পানি মিশিয়ে নরম করে অল্প অল্প করে অভ্যাস করলে এরপর মজা করেই খাবে। শুধু সরিষা গাছ ও খোসা খেতে না চাইলে কুচি করে কেটে সামান্য চিটাগুড় মেখে নরম করে দেওয়া যেতে পারে। এভাবে চেষ্টা করলে দুতিন দিনের মধ্যে অভ্যাস হয়ে যাবে। পুষ্টি উপাদান যদিও প্রথম প্রথম অভ্যস্ত করতে দুই থেকে তিন দিন সময় লেগে যেতে পারে। দানাশস্যের খড়ের চেয়ে শুকনো সরিষা গাছের অনেকগুলো সুবিধা রয়েছে। এটি সহজে সংরক্ষণ করা যায়। সরিষা গাছের মধ্যে সাধারণত ৬ থেকে ৭ শতাংশ প্রোটিন থাকে। শুকনা সরিষা গাছ এবং খোসায় রয়েছে ৬থেকে ৮ শতাংশ ক্রুড প্রোটিন, যেখানে ধানের খড়ে আছে ৪-থেকে৫শতাংশ , ওট স্ট্রতে ৫থেকে৬শতাংশ এবং ভুট্টার হে-তে ৫শতাংশ । সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, সরিষা স্ট্রতে ক্যালসিয়ামের পরিমান ধানের খড়, ওট, বার্লি বা ভুট্টা স্ট্রর চেয়ে ৩ থেকে ৪ গুন বেশি। ভুট্টার হে-তে ক্যালসিয়ামেরে পরিমান যেখানে ৩শতাংশ জমযোগ্য পুষ্টি উপাদান ষাট শতাংশ ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply