Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » দাঁতের ব্যথা , ব্রণও কমবে—রসুনের তেল এ ভাবেই বানিয়ে কাজে লাগান




দাঁতের ব্যথা , ব্রণও কমবে—রসুনের তেল এ ভাবেই বানিয়ে কাজে লাগান যে যে কাজে লাগতে পারে রসুন তেল: রসুন ও সর্ষের তেল বা অলিভ অয়েল গরম করুন। রসুন নরম হওয়া পর্যন্ত আঁচে রেখে গরম করুন। পাউরুটি সেঁকে নিতে পারেন রসুন তেল দিয়ে। এই তেল দেহে অ্যান্টিবডির কাজ করে। সর্দি-কাশি কমাতে সাহায্য করে, সংক্রমণের হাত থেকে রক্ষা করে। । ব্রণ কমায়: ব্রণ দূর করতে এবং ত্বকের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে রসুনের তেল। এই তেলের মধ্যে সেলেনিয়াম, ভিটামিন সি, কপার ও জিঙ্কের মতো উপাদান রয়েছে, যা ব্রণ কমায়। এই তেলের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে, যা ত্বকের প্রদাহ কমাতে উপযোগী। কয়েক ফোঁটা রসুনের তেল নিয়ে ত্বকের উপর মালিশ করুন। এর পর ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। মাথাতেও রসুন তেল মাখতে পারেন। এটি চুল পড়া কমায়। পাশাপাশি খুশকির সমস্যা দূর করে। স্ক্যাল্পের চুলকানি, ত্বকে র‍্যাশের সমস্যা দূর করতেও উপযোগী রসুনের তেল। দাঁতের ব্যথা কমায়: রসুন তেল দাঁতের ব্যথা কমাতে উপযোগী। দাঁতে ব্যথা হলে ওই অংশে রসুনের লাগিয়ে রাখুন। রসুনের তেলের মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা দাঁতের ব্যথা, মাড়ির সংক্রমণ কমাতে সাহায্য করে। গ্রন্থনা: মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply