Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » চুলের রক্ষাকবচ হতে পারে রসুন, টাক পড়া আটকাতে কী ভাবে ব্যবহার করবেন?




চুলের রক্ষাকবচ হতে পারে রসুন, টাক পড়া আটকাতে কী ভাবে ব্যবহার করবেন? রসুন শুকিয়ে প্রথমে গুঁড়ো করে নিতে হবে। একেবারে পাউডারের মতো মিহি হতে হবে। এই পাউডার তেলের মিশিয়ে রেখে দিতে হবে। শ্যাম্পু করার আগের রাতে ভাল করে এই তেল চুলের গোড়ায় মালিশ করতে হবে। চুলে তেল মেখে দশ মিনিট মাথায় রেখে দিতে হবে। তেল মাখতে না চাইলে অন্য ভাবেও ব্যবহার করতে পারেন রসুনের পাউডার। অ্যালো ভেরা জেলের সঙ্গে এই পাউডার মিশিয়ে একটা পেস্ট বানিয়ে চুলের গোড়ায় ভালো করে লাগাতে পারেন। তাতে অনেকটাই উপকার পাওয়া যাবে।

চুল ঝরা কী ভাবে আটকানো যায়, সেটা ভাবতে ভাবতেই মাথা অর্ধেক ফাঁকা হয়ে যেতে বসেছে অনেকের। চুল পড়া আটকাতে না পেরে অনেকেই হাল ছেড়ে দিয়েছেন। বাজারচলতি নামী সংস্থার দামি প্রসাধনী থেকে ঘরোয়া নানা টোটকা, চুলের গোড়া শক্ত করার হাজার চেষ্টা করেও বিশেষ লাভ হয়নি কিছু। অগত্যা টাক পড়ে যাওয়ার জন্য অপেক্ষা করা ছাড়া, আর কিছু করার নেই বলেই ধরে নিয়েছেন অনেকে। রসুনের উপর এক বার ভরসা করে দেখবেন? রসুন এমনিতে রূপচর্চার ক্ষেত্রে বেশ উপকারী। তবে চুল পড়া আটকাতে যে কাজে আসতে পারে, তা অনেকেরই অজানা। রসুনে রয়েছে সালফার, যা চুল পড়া আটকায়। মাথার ত্বকের সংক্রমণ ঠেকাতেও রসুনের ভূমিকা অনবদ্য। রসুনে রয়েছে অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান, যা সংক্রমণের ঝুঁকি কমায়। গ্রন্থনা: মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply