Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ডলফিনরাও কথা বলে মানুষের মতো!




ডলফিনরাও কথা বলে মানুষের মতো! পর্যবেক্ষণে দেখা গেছে, একটি ডলফিন কোনো ‘কথা’ বলছে, অন্যজন সেটা মন দিয়ে শুনছে এবং তার পরে সেই মতো নিজের ‘উত্তর’ দিচ্ছে। সৃষ্টির সেরা জীব মানুষ। মানুষরা একজন আরেকজনের সঙ্গে কথা বলে, ভাবের আদান-প্রদান করে। পশুপাখিও ভাবের আদান-প্রদান করে বটে, কিন্তু তার জন্য এরা কোনো ভাষা ব্যবহার করে বলে জানা ছিল না। তবে সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে নতুন তথ্য। বিজ্ঞানীরা দুটি ডলফিনকে নিজেদের মধ্যে নাকি দিব্যি মানুষের মতো কথাবার্তা বলতে দেখেছেন। আর এ খবর আলোড়ন তৈরি করেছে বিশ্বজুড়ে। স্কাই নিউজ জানিয়েছে এ খবর। ইউক্রেনের ইয়াশা আর ইয়ানা নামে দুটি বোটলনোজ ডলফিনের আচার ব্যবহার পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন। বিজ্ঞানীদের পর্যবেক্ষণে দেখা গেছে, ডলফিন দুটি নানা রকম অঙ্গভঙ্গি আর শিস দেওয়ার মাধ্যমে একে অন্যের সঙ্গে যোগাযোগ করছে এবং যখন এদের মধ্যে একজন কোনো ‘কথা’ বলছে, অন্যজন সেটা মন দিয়ে শুনছে এবং তার পরে সেই মতো নিজের ‘উত্তর’ দিচ্ছে। আর এই গোটা কথোপকথনের ব্যাপারটাও হয়েছে সম্পূর্ণ নিজস্ব পদ্ধতিতে। গবেষকরা এদের কোনোরকম আচার-আচরণে প্ররোচিত করেননি বা প্রশিক্ষণ দেননি। গ্রন্থনা: মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply