Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » বোরো মৌসুমের শুরুতেই বীজতলা তৈরি ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা।




বোরো মৌসুমের শুরুতেই বীজতলা তৈরি ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা।বোরো মৌসুমের শুরুতেই বীজতলা তৈরি ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে- চলতি মৌসুমে জেলায় বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে উনিশ হাজার ৪ শত সতরো হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা পূরণে কৃষকরা তাদের জমিতে বীজতলা তৈরি ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। কেউ কেউ রোপণের প্রস্তুতি হিসাবে সেচ- চাষ এবং মই দেওয়াতেও ব্যস্ত রয়েছেন। মেহেরপুর জেলার বারাদী- মাইলমারী- হিজলবাড়ীয়া- জালশুকা- ধানখোলা- খড়মপুর- মালসাদহ- চিৎলা- নওপাড়া- ভাটপাড়া- কুলবাড়ীয়া- ভোমরদহ- জোড়পুকুরিয়া- আমতৈল- মানিকদিয়া- তেঁতুলবাড়ীয়া- করমদী- রামদেবপুর- মথুরাপুর- সহড়াতলা- কাঁঠালপোতা- সোনাপুর ও বলিয়ারপুরসহ কয়েকটি গ্রাম ঘুরে কৃষকদের সাথে আলাপকালে তিনারা জানান- প্রতি কাঠা জমিতে বীজতলা তৈরিতে খরচ হয় ২ হাজার টাকা। যা বিক্রি হয় ৪ হাজার থেকে ৫ হাজার টাকায়। এসব বীজতলার চারা অনেকে নিজ জমিতে রোপণের জন্য কেউ কেউ আবার বিক্রির জন্য তৈরি করেছেন। গত কয়েকবছর ধরে প্রতি কাঠা জমির চারা উৎপাদনে ২ হাজার টাকা খরচ হলেও ৪ হাজার থেকে ৫ হাজার টাকায় বিক্রি হওয়ায় লাভবান হয়েছেন কৃষকরা। তাই এবারও স্বপ্ন বুনেছেন কৃষকরা বেশি মূল্যে চারা বিক্রির। গ্রন্থনা: মহসীন আলী আঙ্গুঁর ,সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর ডট কম,মেহেরপুর।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply