Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » মস্তিষ্কের অভ্যন্তরে রক্তক্ষরণ হলে তাকে বলে সাবএরাকনয়েড হেমোরেজ।




মস্তিষ্কের অভ্যন্তরে রক্তক্ষরণ হলে তাকে বলে সাবএরাকনয়েড হেমোরেজ। লক্ষণ : যখন এ রকম কোনো রক্তপাত ঘটে, তখন সাধারণত যেসব উপসর্গ দেখা দেয়, তার মধ্যে হঠাৎ মারাত্মক মাথাব্যথা শুরু হওয়া উল্লেখযোগ্য। রোগীর অভিজ্ঞতায় এটি সবচেয়ে খারাপ মাথাব্যথা হিসেবে বর্ণনা করা হয়। মানে এত প্রচণ্ড মাথাব্যথা তারা আর কখনো অনুভব করেননি। তবে কখনো কখনো লোকে রক্তক্ষরণের আগে মাথার মধ্যে একটি হালকা ব্যথা অনুভব করতে পারেন, যা ক্রমে বাড়তেই থাকে। আরও কয়েকটি উপসর্গ থাকতে পারে। যেমন- ঘাড়ব্যথা, শরীরে অসারতা, কাঁধব্যথা, আলোর প্রতি সংবেদনশীলতা, দৃষ্টিশক্তি কমে যাওয়া, একটি জিনিস দুটি দেখা, বমি বমি ভাব, খিঁচুনি ও বিভ্রান্তি। সাবএরাকনয়েড হেমোরেজের লক্ষণগুলো হঠাৎ করেই দেখা দেয়। রোগী প্রচণ্ড মাথাব্যথা অনুভব করার পর হঠাৎ জ্ঞান হারাতে পারেন। যদি এ রকম ঘটে, তবে দ্রুত জরুরি বিভাগের চিকিৎসকের পরামর্শ নিন। ঝুঁকি ও কারণ : সাবএরাকনয়েড হেমোরেজ স্বতঃস্ফূর্তভাবে ঘটতে পারে; হতে পারে মাথার আঘাতের কারণে। যদি এটি স্বতঃস্ফূর্ত হয়, তবে এটি মস্তিষ্কের অ্যানিউরিজমের সঙ্গে সম্পর্কিত হতে পারে। আগেই বলা হয়েছে, অ্যানিউরিজম হলো মস্তিষ্কের ধমনির একধরনের অস্বাভাবিকতা। একটি অ্যানিউরিজম বিস্ফোরিত হলে দ্রুত রক্তপাত ঘটে এবং মস্তিষ্কের মধ্যে জমাট রক্ত তৈরি করে। এই ব্রেইন অ্যানিউরিজম নারীদের বেশি হয়। অনেকের জন্মগতভাবে থাকে। অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ ও ধূমপান ঝুঁকি বাড়িয়ে দেয়। মাদকাসক্তি ঝুঁকি বাড়ায়। কখনো কখনো মস্তিষ্কে আঘাতের ফলেও অ্যানিউরিজম হতে পারে। ফলে সাবএয়াকনয়েড হেমোরেজ হয়। রক্ত পাতলা করার যন্ত্রের ব্যবহার বা ধমনি বিকৃতি থেকে রক্তপাতের কারণেও হেমোরেজ হতে পারে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply