Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » গর্ভবতী নারীর নবজাতককে জ্বিনেরা নিয়ে গেছে বলে তোলপাড় ঘটনাটি ছিল কাল্পনিক মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামে




গর্ভবতী নারীর নবজাতককে জ্বিনেরা নিয়ে গেছে বলে তোলপাড় ঘটনাটি ছিল কাল্পনিক মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামে রোববার ( উনত্রিশ ডিসেম্বর) সকালে আজমিরা খাতুনের প্রসাব বেদনা উঠেছে বুঝতে পেরে তাকে ডাক্তারের কাছে নেওয়ার প্রস্তুতি চলছিল। আজমিরা খাতুন জানায় গোসল করে তারপরে ডাক্তারের কাছে যাবে। একথা বলে তোয়ালে নিতে সে ঘর যায়। ফিরতে দেরি দেখে তার মা ঘরের দিকে এগিয়ে যায়। গিয়ে ভিতরের দিক থেকে ঘরের দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকির একপর্যায়ে দরজা খুলে দেওয়া হয়। মা ভিতরে ঢুকেই মেয়েকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার দিতে থাকেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা শহরের একটি ক্লিনিকে নিয়ে পরীক্ষা করিয়ে জানতে পারেন তার গর্ভে সন্তান নেই। এরপর থেকেই জ্বিনে জোরপূর্বক প্রসব করিয়ে বাচ্চা ও প্রেগনেন্সি টেস্টের রিপোর্টগুলো চুরি করে নিয়ে গেছে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। সংবাদ পেয়ে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাসুদুর রহমানসহ পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে পরীক্ষা-নিরীক্ষার পর প্রকৃত অবস্থা জানা সম্ভব হবে বলে জানান। পরিবারের লোকজন আজমিরা খাতুনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষার পর সোমবার ( ত্রিশ ডিসেম্বর) রাত আটটার দিকে তিনি গর্ভবতী ছিলেন না বলে জানিয়েছেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাসুদুর রহমান। গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জানান, ডাক্তারী পরীক্ষা নিরীক্ষার পর জানা গেছে আজমিরা খাতুন আদৌও গর্ভবতী ছিলেন না। এলাকায় যে আলোড়ন ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনার ছিল সম্পূর্ণটাই কাল্পনিক।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply