Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ছোটদের কি থাইরয়েড হতে পারে? কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন বাবা-মায়েরা?




ছোটদের কি থাইরয়েড হতে পারে? কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন বাবা-মায়েরা? এই বিষয়ে কলকাতার চিকিৎসক অরুণাংশু তালুকদার জানাচ্ছেন, থাইরয়েডের সমস্যা শিশুদের ক্ষেত্রে প্রাইমারি ও সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজ়মই বেশি দেখা যায়। শিশুদের কেন হয় থাইরয়েড? চিকিৎসকের বক্তব্য, শিশুদের থাইরয়েড গ্রন্থি ভাল করে তৈরি না হলে স্বাভাবিক ভাবেই থাইরয়েডের ক্ষরণ কম হয়। তখন হাইপোথাইরয়েডিজ়মের সমস্যা বেশি হয়। তা ছাড়া অন্তঃসত্ত্বা অবস্থায় মা যদি বিশেষ কোনও রকম ওষুধ খেয়ে থাকেন, তার পার্শ্বপ্রতিক্রিয়াতেও এমন হতে পারে। মুখ ফোলা লাগবে, গলার কাছে ফোলা ভাব থাকবে। পেশির গঠন মজবুত হবে না, পেট ফোলা লাগবে। থাইরয়েডের কারণে অ্যাম্বিলিকাল হার্নিয়াও হতে পারে শিশুর। তখন নাড়ির কাছটা অস্বাভাবিক রকম ফুলে থাকে। প্রতিকারের উপায় কী? শিশুর জন্মের পরই থাইরয়েড স্ক্রিনিং করালে ভাল হয়। তাতে সেরাম টি-ফোর আর টিএসএইচ-এর মাত্রা দেখে নেওয়া যেতে পারে। সেরাম টি-ফোর কম বা টিএসএইচ বেশি থাকলেই বোঝা যাবে যে, খুদের হাইপোথাইরয়েডিজ়ম হচ্ছে। ছোটবেলায় হরমোন থেরাপি করালে সমস্যা নির্মূল হতে পারে। জন্মের কয়েক মাস বা কয়েক বছর পরেও যদি হঠাৎ থাইরয়েড হরমোনের সমস্যা হয়, তবে লক্ষণ দেখে ওষুধের ডোজ় নির্ধারণ করেন চিকিৎসকেরা। তবে চিকিৎসা খুব দ্রুত শুরু করতে হবে, না হলে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ক্ষতিগ্রস্ত হতে পারে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply