Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ​গলব্লাডার স্টোনের লক্ষণগুলি কী কী?




​গলব্লাডার স্টোনের লক্ষণগুলি কী কী? কলকাতার ডাক্তার রমেশ আগরওয়াল জানান, পিত্তথলির পাথরের কিছু সাধারণ লক্ষণ রয়েছে- পেটের ডানদিকের উপরের অংশে হঠাৎ তীব্র ব্যথা,

পেটের মাঝখানে দ্রুত ব্যথা বৃদ্ধি, বুকের হাড়ের ঠিক নীচে, কাঁধের ব্লেড, ডান কাঁধে ব্যথা এবং খিঁচুনি বা বমি ভাব। পিত্তথলির পাথরে প্রচুর ব্যথা হয়। বিশেষত তলপেটে। তাই অবিলম্বে ডাক্তারের সাথে পরামর্শ করা অপরিহার্য। পিত্তথলির পাথরের ব্যথা কয়েক মিনিট থেকে কয়েক ঘণ্টা থাকতে পারে। অবস্ট্রাকটিভ জন্ডিস এবং পিত্তথলির প্যানক্রিয়াটাইটিসও পিত্তথলির পাথরের কারণ হতে পারে। কিছু ক্ষেত্রে, এই অসুখ অ্যাসিম্পটোমেটিক বা উপসর্গহীনও হতে পারে। ​রোগ নির্ণয় কী ভাবে? তলপেটে তীব্র ব্যথা হয়। যন্ত্রণার এতটাই তীব্রতা থাকে যে বসে থাকা যায় না, জন্ডিস, বিশেষ করে যদি ত্বক হলুদ এবং চোখে সাদা ভাব বাড়তে থাকে , কাঁপুনির সঙ্গে তীব্র জ্বর থাকে। এবার এই লক্ষণ দেখা দিলে কয়েকটি টেস্টের মাধ্যমে সহজেই অসুখ সম্পর্কে ধারণা করা যায়। একজন চিকিৎসক ঠিক করে নেন রোগীর কোন টেস্ট প্রয়োজন। কাদের গলব্লাডার স্টোন বেশি হয়? পিত্তথলির পাথর লিঙ্গ নির্বিশেষে সমস্ত বয়সের মানুষের হতে পারে। তাই এই নিয়ে অহেতুক বেশি ভেবে লাভ নেই। তবে এরপরও দেখা যায় যে ওবেসিটিতে আক্রান্ত ওজন বেশি মহিলারা এবং যাঁদের বয়স ৪০ বছরের বেশি তাঁরাই সাধারণত এই অসুখে বেশি ভুগে থাকেন। তবে আবারও বলব এই অসুখ যে কোনও বয়সেই দেখা যায়। সেক্ষেত্রে সমস্যা গুরুতর দিকে না পৌঁছাতে চাইলে অবশ্যই সতর্ক হন। আসুন সেই সম্পর্কে জানা যাক।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply