Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » ঠান্ডা লেগে গলা ফুলে গিয়েছে শিশুর, ঢোঁক গিলতে কষ্ট হচ্ছে?




ঠান্ডা লেগে গলা ফুলে গিয়েছে শিশুর, ঢোঁক গিলতে কষ্ট হচ্ছে? ফ্যারেনজ়াইটিসের সমস্যা কি না, বুঝবেন কী উপায়ে। গলায় ব্যথা ফ্যারেনজ়াইটিসের কারণে হচ্ছে কি না, তা আগে বোঝা দরকার বলেই মনে করছেন চিকিৎসকেরা। ভারতের কলকাতা শিশুরোগ চিকিৎসক প্রিয়ঙ্কর পাল বলছেন,টনসিলাইটিসকে ফ্যারেনজ়াইটিসের সঙ্গে গুলিয়ে ফেলেন অনেকে। চিকিৎসক জানাচ্ছেন, মুখ বড় করে হাঁ করলে গলার যে অংশটি দেখা যায়, সেটিই হল ফ্যারিংস। টাকরা, তালু, আলজিভ, গলার পিছন দিকের দেওয়াল— এই পুরো অংশটি নিয়েই ফ্যারিংস। ওই অংশেই একাধিক টনসিল গ্রন্থি থাকে। সেখানে সংক্রমণ মানেই ফ্যারেনজ়াইটিস। এই রোগ হলে গলা ও ঘাড় ফুলে যায়। অনেক সময়ে ঘাড় শক্তও হয়ে যায়।

ফ্যারেনজ়াইটিসের আরও একটি কারণ হচ্ছে, অ্যাসিড রিফ্লাক্স। খাবার ঠিকমতো হজম না হলে পাকস্থলী থেকে অ্যাসিড উঠে এসে গলার পিছনের দেওয়ালের ক্ষতি করে। এটিকে বলা হয় গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজ়অর্ডার (জিইআরডি)। তাই কী কারণে গলায় ব্যথা বা প্রদাহ হচ্ছে, তা চিকিৎসকই বুঝতে পারবেন। ফ্যারেনজ়াইটিস ছোঁয়াচে। হাঁচি বা কাশির মাধ্যমে জীবাণু ছড়াতে পারে। তাই শিশুকে বাইরে নিয়ে গেলে মাস্ক পরাতেই হবে। মুখে বা নাকে হাত দিলে ভাল করে হাত ধুইয়ে দিতে হবে। সঙ্গে স্যানিটাইজ়ার রাখতে হবে বাবা-মাকে। ফ্যারেনজ়াইটিস ধরা পড়লে শিশুকে স্কুলে না পাঠানোই ভাল। এতে রোগ ছড়িয়ে যেতে পারে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply