Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » লেখক, গবেষক, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল ওয়াহাব মেহেরপুরের কৃতী সন্তান




লেখক, গবেষক, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল ওয়াহাব মেহেরপুরের কৃতী সন্তান অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল ওয়াহাব (লেঃ কর্ণেল অবঃ),লেখক, গবেষক,ত্বক, যৌন রোগ, এলার্জি ও কুষ্ঠ রোগ বিশেষজ্ঞ, সমাজসেবক।এমবিবিএস,ডিডিভি,এমসিপিএস,এফএসিপি(ইউএসএ),এফসিপিএস (ডার্মাটলজি),এফআরসিপি (ইউকে), উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত (থাইল্যান্ড)। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চর্ম ও যৌন বিভাগের অধ্যাপক।ঢাকার ধানমন্ডিস্থ ল্যাবএইড বিশেষায়িত হাসপাতালে রোগি দেখেন। তার ছেলে বিমানের পাইলট এবং মেয়ে থাকেন ডেনমার্কে। তার লেখা ষাট টিরও বেশি গবেষণামূলক প্রবন্ধ (চর্ম, যৌন ও কুষ্ঠ রোগ সম্পর্কিত) জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মেডিক্যাল জার্নালে প্রকাশিত হয়েছে। চর্ম ও যৌন রোগের মূল বই (Andrew's Diseases of the skin) এ Tinea versicolor রোগের চিকিৎসার স্বীকৃতি স্বরূপ Reference-এ তার নাম প্রকাশিত হয়েছে।এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে তিনি গবেষণালব্ধ প্রবন্ধ উপস্থাপন করেছেন।

উনিশ শত ছাপান্ন সালের ছব্বিশ শে আগষ্ট মেহেরপুর জেলার শ্যামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ও মেহেরপুর কলেজে পড়াশুনা করেন। তার শিক্ষাজীবন অত্যন্ত কৃতিত্বপূর্ণ মেধা সম্পন্ন, তিনি বারাশি সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এম.বি.বি.এস পাশ করেন। তারপর তিনি ক্যাপ্টেন হিসাবে আর্মি মেডিকেল কোরে যোগদান করেন। একানব্বই সালে তিনি কৃতিত্বের সাথে ডি.ডি.ভি পরীক্ষায় ১ম স্থান লাভ করে ও যৌন রোগ বিশেষজ্ঞ হিসাবে কর্মজীবন শুরু করেন। তিনি বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান এন্ড সার্জন (BCPS) থেকে বিরানব্বই সালে এম.সি.পি.এস (MCPS) এবং দু্ই হাজার দুই সালে এফ.সি.পি.এস (FCPS) ডিগ্রী লাভের গৌরব অর্জন করেন। তিনি ২০০৫ সালে আর্মি মেডিকেল কোর থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। ২০০৬ সালে থাইল্যান্ড থেকে Sexual transmitted infection' বিষয়ক বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন এবং একই সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসাবে যোগদান করেন, তিনি ২০১২ সালে অধ্যাপক পদে উন্নীত হন এবং একই প্রতিষ্ঠানে কর্ম আছেন। চিকিৎসা বিজ্ঞানে তার অবদানের স্বীকৃতি স্বরূপ ইংল্যান্ডের "Royal College থেকে E.R.C.P. এবং 'American College of Physician' থেকে তিনি F.A.C.P ডিগ্রী লাভ করেন। তিনি বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন ও ভ্রমণের উদ্দেশ্যে আর্জেন্টিনা, কানাডা, ইংল্যান্ড, ইউগোস্লোভাকিয়া, সুইজারল্যান্ড, ইতালি, জার্মানী, অস্ট্রিয়া, নেদারল্যান্ড, ভারত, পাকিস্তান, দুবাই, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, নেপালসহ আরো অনেক দেশ সফর করেন, বর্তমানে তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন। গাংনীর বিশিষ্ট রাজনীতিক ভিপি আবদুল্লাহ খোকন লিখেছেন, শিক্ষা জীবনে ও পেশা জীবনেই মানবতার সেবায় রয়েছে তার গৌরব উজ্জ্বল দৃষ্টান্ত। উনি সময় করে গ্রামে গিয়ে বিনা পয়সায় গ্রামের রোগী দেখেন, তাদের বিনামূল্যে ঔষুধ দেন, এমনকি আমার জানা মতে তাই বছরে গ্রামে গিয়ে গ্রামের সমস্ত মানুষকে নিয়ে গরু ছাগল জবাই করে এক সাথে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেন।এ ধরণের মানুষ এই সমাজে বিরল আমি উনাকে জানাই প্রাণঢালা ভালবাসা আর সুস্থ সুন্দর জীবনের জন্য অনেক অনেক দোয়া। তিনি নিম্নোক্ত সংগঠনের সদস্য হিসাবে কর্মরত আছেন! প্রখ্যাত চর্ম ও যৌন বিশেষজ্ঞ প্রফেসর (অবঃ কর্নেল ) ডাঃ আব্দুল ওয়াহাব স্যার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির (BSMMU) প্রখ্যাত চর্ম ও যৌন বিশেষজ্ঞ প্রফেসর (অবঃ কর্নেল ) ডাঃ আব্দুল ওয়াহাব স্যার SUO XI HEALTHCARE পরিদর্শন করেন । এখানে স্বাস্থ্যবিধি মেনে কোমর ব্যথা PLID(L3-4,L4-5,L5-S1), হাঁটু ব্যথা , বাতের ব্যথা সমস্যায় ভোগার পর টেলিমেডিসিনের মাধমে চীন থেকে চীনা আকুপাংচার ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞের মতামত অনুসারে চিকিৎসা করায় অনেকেই ভাল ফলাফল পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply