তুলা গাছের পাতার কোনাচে রোগ
তুলা গাছের পাতার কোনাচে রোগ
রোগের নামঃ
তুলা গাছের পাতার কোনাচে রোগ Angular Leaf Spot of Cotton (Xanthomonas malvacearum), ব্যাকটেরিয়াজনিত রোগ।
লক্ষণঃ
প্রথমে পাতার উপরে ছোট ছোট পানিতে ভেজার মতো দাগ পড়ে।
ক্রমেই দাগগুলো বড় হয় এবং দাগগুলো প্রথমে বাদামী ও পরে কালো রঙ ধারন করে।
আক্রান্ত পাতা মরে যায়।
সমন্বিত দমন ব্যবস্থাপনাঃ
রোগমুক্ত বীজ ব্যবহার করা।
বীজ বপনের পূর্বে শোধন করা।
রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাতের তুলা চাষ করা।
আক্রান্ত পাতা, কান্ড, গাছ ও ফল সংগ্রহ করে নষ্ট করা।
No comments: