যদি সবাই এমন হতো-গভীর রাতে ভিক্ষুকের দুয়ারে দুয়ারে কম্বল দিলেন মুজিবনগর ইউএনও খায়রুল ইসলাম
যদি সবাই এমন হতো-গভীর রাতে ভিক্ষুকের দুয়ারে দুয়ারে কম্বল দিলেন মুজিবনগর ইউএনও খায়রুল ইসলাম
মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম বলেন, রাতে পাগল, ভিক্ষুকসহ প্রায় দেড় শত টি অসহায়, দুস্থ ও দরিদ্র পরিবারের দুয়ারে দুয়ারে ঘুরে কম্বল দিয়েছি। মুজিবনগর উপজেলার গৌরিনগর গ্রামের ফাহিমা খাতুন বলেন গাড়ি থেকে নেমে এসে আমার গায়ে কম্বল জড়িয়ে দিলেন তিনি।তার দেয়া কম্বল পেয়ে আমি অনেক খুশি হয়েছি।তার জন্য দোয়া করছি।
No comments: