Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » কৃষি, আবহাওয়া সম্পর্কিত কিছু খনার বচন নিচে তুলে ধরা হলো-




পাঠকদের জন্য কৃষি, আবহাওয়া সম্পর্কিত কিছু খনার বচন নিচে তুলে ধরা হলো- * আউশ ধানে চাষ লাগে তিন মাস। * আগে খাবে মায়ে, তবে পাবে পোয়ে। * আম নিম জামের ডালে, দাঁত মাজও কুতুহলে। * আমে ধান তেতুলে বান * আষাঢ় মাসে বান্ধে আইল তবে খায় বহু শাইল। * আলো হাওয়া বেধঁ না, রোগে ভোগে মরো না। * উনা ভাতে দুনা বল, অতি ভাতে রসাতল। *উঠান ভরা লাউ শসা ঘরে তার লক্ষ্মীর দশা। * একে তো নাচুনী বুড়ি, তার উপর ঢোলের বারি। * কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। * কাচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস। * কাল ধানের ধলা পিঠা, মা'র চেয়ে মাসি মিঠা। * ক্ষেত আর পুত, যত্ন বিনে যমদূত। * খনা ডেকে বলে যান রোদে ধান ছায়ায় পান। * খাঁদা নাকে আবার নথ! * খালি পেটে পানি খায় যার যার বুঝে খায়। * গাছগাছালি ঘন রোবে না, গাছ হবে তার ফল হবে না। * গাছে গাছে আগুন জ্বলে, বৃষ্টি হবে খনায় বলে। * গোবর দিয়া কর যতন, ফলবে দ্বিগুন ফসল রতন * ঘোল, কুল, কলা তিনে নাশে গলা। * চালায় চালায় কুমুড় পাতা, লক্ষ্মী বলেন আছি তথা। * ছায়া ভালো ছাতার তল, বল ভালো নিজের বল। * তাল বাড়ে ঝোপে খেজুর বাড়ে কোপে। * তেলা মাথায় ঢালো তেল, শুকনো মাথায় ভাঙ্গ বেল। * তিন শাওনে পান এক আশ্বিনে ধান। * দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। * দিনের মেঘে ধান, রাতের মেঘে পান। * দিনে রোদ রাতে জল দিন দিন বাড়ে ধানের বল। * না পাইয়া পাইছে ধন বাপে পুতে কীর্তন। * নিজের বেলায় আটিগাটি, পরের বেলায় চিমটি কাটি। * নিত্যি নিত্যি ফল খাও, বদ্যি বাড়ি নাহি যাও। * পটল বুনলে ফাগুনে, ফলন বাড়ে দ্বিগুণে। * পাঁচ রবি মাসে পায়, ঝরা কিংবা খরায় যায়। * ফাল্গুনে না বুলে ওল, শেষে হয় গণ্ডগোল। * বার বছরে ফলে তাল, যদি না লাগে গরুর নাল। * বিপদে পড়ে নহে ভয় অভিজ্ঞতায় হবে জয়। * বিশ হাত করি ফাঁক, আম কাঁঠাল পুঁতে রাখ। * বেল খেয়ে খায় পানি জির কয়, জির বলে মইলাম আমি। * বেঙ ডাকে ঘন ঘন শীঘ্র হবে বৃষ্টি জান। * ভাত দেবার মুরোদ নাই, কিল দেবার গোসাঁই। * মঙ্গলে ঊষা বুধে পা যথা ইচ্ছ তথা যা। * মিললে মেলা, না মিললে একলা একলা ভালা। * মেয়ে নষ্ট ঘাটে, ছেলে নষ্ট হাটে। * যদি থাকে বন্ধুর মন গাং সাঁতরাইতে কতক্ষণ। * যদি হয় চৈতে বৃষ্টি তবে হবে ধানের সৃষ্টি। * যুগরে খাইছে ভূতে বাপরে মারে পুতে। * শোন শোন চাষি ভাই, সার না দিলে ফসল নাই। * সকাল শোয় সকাল ওঠে তার কড়ি না বৈদ্য লুটে। * সবলা গরু সুজন পুত রাখতে পারে খেতের জুত। * সমানে সমানে দোস্তি, সমানে সমানে কুস্তি। * সেচ দিয়ে করে চাষ, তার সবজি বার মাস।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply