Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » জন্মের পর নিজের মা কে খেয়ে ফেলে যেসব প্রাণি




ব্যাপারটা অবিশ্বাস্য মনে হলেও, এটি সত্যি। এটি মূলত প্রাণির হিংস্রতার জন্য নয়, আসলে প্রকৃতির নিয়মেই এমনটা ঘটে। ন্যাশনাল জিওগ্রাফির একটি প্রতিবেদনে বলা হয়েছে, গবেষণায় দেখা গেছে স্ত্রী মাকড়সা তার সন্তানদের নিজেকেই খেতে দেয়। দক্ষিণ আফ্রিকায় স্টেগোডিফাস ডুমিকোলা প্রজাতির স্ত্রী মাকড়সার মধ্যে এই স্বভাব দেখা যায়। এই প্রজাতির মাকড়সার সব স্ত্রী মাকড়সা সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখে না। মাত্র ৪০ শতাংশ স্ত্রী মাকড়সা প্রজনন করার সুযোগ পায় কারণ তারা পুরুষদের তুলনায় ধীরে ধীরে পরিপক্ক হয়। অনেক স্ত্রী মাকড়সা আছে যারা কুমারী থাকে সারাজীবন। এমনকি স্ত্রী মাকড়সা সন্তান জন্মের পর সন্তানদের বাঁচাতে নিজেকেই খেতে দেয়। এরপর এই বাচ্চাগুলো পালিত হয় কুমারী কোনো মাকড়সার কাছে। এছাড়া আরেকটি প্রাণি আছে, কাঁকড়াবিছে। বিষাক্ত প্রাণী হিসাবে এই প্রাণীটির কুখ্যাতি আছে এমনিতেই। অনেক ভয়ংকর প্রাণীকেও কাঁকড়াবিছের বিষের কাছে হার মানতে হয়। কাঁকড়াবিছে একসঙ্গে ১০০ এর বেশি বাচ্চার জন্ম দেয়। বাচ্চারা মায়ের পিঠের উঠে চলাচল করে অন্যান্য শিকারিদের থেকে বাঁচার জন্য। এই সময় বাচ্চারা মায়ের মাংস খেয়েই বেঁচে থাকে। খোলসের ভেতরে যতক্ষণ না সম্পূর্ণ মাংস শেষ হয়ে মায়ের মৃত্যু হয় ততক্ষণ খেতে থাকে। মায়ের সব মাংস খেয়ে ফেলার পরেই বিচ্ছুরা তার পিঠ থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনভাবে বসবাস শুরু করে। এরা সাধারণত পোকামাকড় এবং অন্যান্য মেরুদণ্ডী প্রাণিদেরও শিকার করে। তারা শিকারকে সংযত করতে এবং হত্যা করতে বা শিকারীদের বিরুদ্ধে আত্মরক্ষা করতে তাদের দুটো হাত ব্যবহার করে। যা দেখতে পিন্সারের মতোই।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply