Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » মুজিবনগর সরকারী কলেজে বিজয় দিবস পালন




মুজিবনগর সরকারী কলেজে বিজয় দিবস পালন

মহান বিজয় দিবস উপলক্ষ্যে মুজিবনগর সরকারী কলেজে ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতিভোজ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার ) দিনব্যাপী আয়োজনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং রষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হেলাল ওসমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোজাফ্ফর আলী, সাবেক অধ্যক্ষ প্রফেসর খোন্দকার কামাল হাসান, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা কলেজের সাবেক শিক্ষক বাকের আলী, শিক্ষক পরিষদের সম্পাদক হেলাল উদ্দীন, একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব রেজাউল হক, অনুষ্ঠানের আহবায়ক মফিজুল ইসলামসহ শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মহান বিজয় দিবস উপলক্ষ্যে কলেজের পক্ষ থেকে চব্বিশ টি ইভেন্টে বিভিন্ন রকম খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। প্রথম পর্বের আলোচনা সভায় বক্তারা স্বাধীনতার শুরু থেকে মহান বিজয় দিবস সেই সাথে চব্বিশ এর গণঅভ্যুখানে নিহত শহীদ বীরদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান ও তাদের ত্যাগের কথা স্মরণ করেন এবং আহত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। শিক্ষার্থীদের প্রতি নিয়মিত ক্লাসে উপস্থিত হওয়া ও লেখাপড়ার প্রতি গুরুত্ব আরোপ করেন। ঐতিহাসিক মুজিবনগর যেমন স্বাধীনতার সাথে এক হয়ে আছে তেমনি মুজিবনগর কলেজ যেন লেখাপড়ায় বাংলাদেশের শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে সেদিকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও গত বছর এইচএসসি পরীক্ষায় ভাল ফলাফলকৃত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পুরষ্কার বিতরণ করা হয়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply