Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » শুষ্ক আবহাওয়ায় ঠোঁটের যত্




শুষ্ক আবহাওয়ায় ঠোঁটের যত্ন, শুষ্ক আবহাওয়ায় সবার আগে যে দুশ্চিন্তা মাথায় আসে সেটি হলো ঠোঁট শুষ্ক হওয়ার চিন্তা। অনেক সময় ঠোঁট শুষ্ক হতে হতে ঠোঁটের চামড়া ফেঁটে ব্যথাও অনুভূত হয়। বিশেষ করে নারীরা এ সমস্যায় বেশি ভোগেন । কারণ নারীদের দৈনন্দিন সাজসজ্জায় আর কিছু থাকুক না থাকুক, ম্যাট লিপস্টিকের ব্যবহার থাকেই। তাই ঠোঁট প্রোপারলি ময়েশ্চারাইজড রাখার জন্য যত্ন নেয়া আবশ্যিক একটি বিষয়। এতে ঠোঁট নরম থাকবে, ফেটে ফেটে যাবে না, কালচে ভাব চলে যাবে ।

লিপ কেয়ার টিপস ১) সপ্তাহে অন্তত ১ দিন লিপ স্ক্রাব করে নিন। লেবুর রস, মধু, সামান্য চিনি দিয়ে ঘরোয়াভাবেই এটা বানিয়ে নিতে পারেন। এছাড়া এখন মার্কেটে লিপ স্ক্রাব কিনতে পাওয়া যায়, সেগুলোও ব্যবহার করতে পারেন। ২) সারাবছরই যদি আপনার ঠোঁটে শুষ্ক ভাব থাকে বা ঠোঁট ফেটে যাওয়ার সমস্যা থাকে, তাহলে রাতে ঘুমানোর আগে আমন্ড অয়েল বা জোজোবা অয়েল দিয়ে ঠোঁট হালকা ম্যাসাজ করে নিতে পারেন। ৩)ঠোঁট ময়েশ্চারাইজড রাখতে রেগুলার অ্যালোভেরা জেলও ব্যবহার করা যেতে পারে। এটি ২০-৩০ মিনিট ঠোঁটে রেখে ধুয়ে ফেলবেন। এতে ঠোঁটের শুস্কতা কমে যাবে। ৪) বাইরে থেকে এসে অয়েল ক্লেনজার দিয়ে ঠোঁট ক্লিন করবেন। খুব ভালোভাবে লিপস্টিক ক্লিন করে নিবেন।তারপর পানি মুছে নিয়ে লিপ বাম লাগাবেন। ৫) সবসময় চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের লিপ জেল বা লিপ বাম ব্যবহার করতে।ক্ষতিকর কেমিক্যাল আছে এমন প্রোডাক্ট এড়িয়ে চলবেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply